1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
টানা ২ দিনের বৃষ্টিতে কয়রায় মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষতি - dainikbijoyerbani.com
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:২৫ অপরাহ্ন
ad

টানা ২ দিনের বৃষ্টিতে কয়রায় মৎস্য ও কৃষিখাতে ব্যাপক ক্ষতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৬৯ Time View

মোহাঃ ফরহাদ হোসেন

কয়রা(খুলনা)প্রতিনিধিঃ ইয়াসের ক্ষত কাটিয়ে উঠতে না উঠতে গত দিনের টানা বৃষ্টিতে মৎস্য ঘের তলিয়ে ও চলতি আমন মৌসুমের বীজতলা পানিতে ডুবে গিয়ে কয়রার মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।এ জনপদের মানুষের যেন দুর্ভোগ পিছু ছাড়ছেনা। এটি যেন মরার উপর খাড়ার ঘা। গতকাল বুধবার সকালে দেখা গেছে চারিদিকে রিমঝিম বৃষ্টি। বৃষ্টিতে ভিজে নিজেদের মৎস্য ঘের বাঁচাতে ব্যস্ত সময় পার করছে খুলনার কয়রা উপজেলার মেঘারইট গ্রামের মৎস্য চাষীরা। কেউ মৎস্য ঘেরের রাস্তা মাটি দিয়ে উঁচু করছে কেউবা আবার নেটজাল দিয়ে রক্ষা করচে নিজের চাষের মাছগুলো।অনেকে আবার জাল দিয়ে ধরছে মাছ।এমনি একজন মেঘারইট গ্রামের ইউনুছ আলী। ইউনুছ আলী জানান,নিজের পরিবার পরিজন নিয়ে ভালভাবে বসবাসের জন্য ১০ বিঘা জমিতে চিংড়ী চাষ করেছিলাম।কিন্তু দুইদিন ধরে চলা বৃষ্টিতে সব ভেসে যাওয়ার উপক্রম। তাই সকাল থেকে ঘেরের রাস্তা মাঠি দিয়ে উঁচু করছি। তিনি আরও বলেন,জমির মালিকের কাছ থেকে বছরে বিঘা প্রতি আট হাজার টাকা লিচ নিয়ে গত মার্চ মাসে এক লক্ষ টাকার চিংড়ী পোণা চাষ শুরু করি। ঘূর্ণিঝড় ইয়াসে সে গুলো সব শেষ হয়ে গেছে। গত ২৬ মে ঝড়ের দিন বিকাল বেলা দশহালিয়ায় কপোতাক্ষ নদীর বাঁধ ভেঙ্গে মূহুর্তের মধ্য আমার ঘের ভেসে যায়।আমরা সকলে স্বেচ্ছাশ্রমে রিংবাঁধ দিয়ে পানি আটকে সম্ভব হই।পানি নেমে গেলে আবার মৎস্য ঘের জেগে ওঠে। পুনরায় আবরো মাছ চাষে নেমে পড়ি। কিন্তু আমার কপালে সহ্য হলো না।আষাড়ের ভারী বৃষ্টির পর আবারও শ্রাবণের দুইদিনের টানা বৃষ্টিতে সব ভেষে যেতে বসেছে। বৃষ্টি থামছে না। বৃষ্টি থেমে গেলে হয়তো ঘেরটি বাঁচাতে পারতাম। জানা গেছে,শ্রাবণের এই টানা বৃষ্টিতে খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। ডুবেছে বসতভিটাসহ ফসলি জমি ও মৎস্য ঘের।গত দুই দিনের টানা বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে কয়রার জনজীবন। জলাবদ্ধতায় স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা।নেমে এসেছে দুর্ভোগ।বৃষ্টিতে উপজেলার বিভিন্ন অঞ্চলে, বীজতলা, ফসলের মাঠ, পুকুর, রাস্তাঘাট ও বাড়ির আঙিনা তলিয়ে গেছে। আরও জানা গেছে, গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে উপজেলার ৪টি ইউনিয়ন প্লাবিত হয়। এতে পানিবন্দি হয়ে পড়ে লক্ষাধিক মানুষ।
স্থানীয়রা কোনোমতে বাঁধ মেরামত করে জোয়ারের পানি আটকে দিলেও শ্রাবণ মাসের টানা বৃষ্টিতে খাল-বিল, পুকুর ও রাস্তাঘাট ডুবে গেছে। ভঙ্গুর বেড়িবাঁধ নিয়ে বন্যা আতঙ্কে পড়েছেন নদী পাড়ের মানুষেরা। কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, দুর্ভোগ যেন কোনো অবস্থাতে পিছু ছাড়ছে না কয়রার মানুষের। কখনও নোনা পানির তোড়ে আবার কখনও অতি বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। বর্তমানে কয়রা সদর ইউনিয়নে অতি বর্ষণের ফলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তাতে চরম পর্যায়ে জনভোগান্তির তৈরি হয়েছে। পুরো ইউনিয়নের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। বিশাল এ এলাকার পানি নিষ্কাশন কিছু সংখ্যক স্লুইসগেট দিয়ে সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, কয়রায় শুষ্ক মৌসুমে নেই সেচ ব্যবস্থা। বর্ষা মৌসুমে নেই পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা। ধসে যাওয়ার সাড়ে তিন বছরেও নির্মাণ হয়নি কয়রা সদরের গুচ্ছগ্রাম সংলগ্ন স্লুইসগেট। পানি নিষ্কাশনের খালগুলো অবৈধ দখলদার আর ইজারাদারা বাঁধ দিয়ে মাছ চাষ ও নেট-পাটা দিয়ে পানির প্রবাহে বাঁধাসৃষ্টি করছে। দ্রুত ওয়ার্ড ভিত্তিক সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ বলেন,মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় ঘের মালিকদের বিভিন্নভাবে পরামর্শ দেওয়া হচ্ছে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি