টিলাগড় ক্লাব অায়োজিত ক্রীড়া সামগ্রী বিতরন।
এ এইস রনি দক্ষিন সুরমা প্রতিনিধি
সিলেট মহানগর টিলাগড়-শিবগঞ্জ যুব সমাজকে খেলাধুলায় অাগ্রহী করার লক্ষে টিলাগড় ক্লাব অায়োজিত ক্রীড়া সামগ্রী বিতরনে ক্লাব সভাপতি অাজাদুর রহমান অাজাদের সভাপতিতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন সিলেটে সিটি কর্পোরেশনের মেয়র অরিফুল হক চৌধুরীর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ সিলেট জেলা আওয়ামিলীগের সহ সভাপতি শফিকুর রহমান এম.পি আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৈয়দ অধ্যাপক মকসুদ অালী সহ টিলাগড় ক্লাবের সদস্যবৃন্দ।
এ সময় গভীর শ্রদ্বাভরে স্মরন করি জাতির জনক শেখ মুজিবুর রহমান সহ শেখ কামালকে।
অারও স্মরন করি প্রয়াত চেয়ারম্যান অাঃ রকিব সাহেব, জনাব চুনু মিয়া সাহেব ,চান্দু মিয়া সাহেব, বীর মুক্তিযুদ্ধা অাঃ সালাম সাহেব, বীর মুক্তিযুদ্ধা অাঃ সাত্তার সাহেব, ময়না মিয়া সাহেব। প্রতিষ্টাতা সভাপতি- জনাব দেলয়োর হোসেন, রেদোয়ান অাহমদ সহ টিলাগড় ক্লাবের সবাইকে।