মোঃ পারভেজ হাসান
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের হরিপুরের সেই এতিম অসহায় ১০'বছরের শিশু মিজানের একমাত্র রোজগারের অবলম্বন (ভ্যানগাড়ি) চুরি হওয়ার ঘটনা ফেসবুকে ভাইরাল হওয়ায় নতুন ভ্যানগাড়ি কিনে দিলেন হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল।
শুক্রবার বিকালে হরিপুর উপজেলার বেলুয়া হটাৎ পাড়া গ্রামে শিশু মিজানের বাড়িতে গিয়ে একটি নতুন ভ্যানগাড়ি প্রদান করেন তিনি।
সেই সাথে শিশু মিজানের মাকে বিধবা ভাতা ও আশ্রয়ন প্রকল্পের ঘর দেয়ার অঙ্গীকার করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পাভেল তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোজাফ্ফর আহম্মেদ মানিক,আনোয়ার হোসেন,হরিপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম,সম্পাদক মিজানুর রহমানসহ আরো অনেকে।
উল্লেখ্য যে,গত (১৮ জুলাই) রবিবার জেলার রাণীশংকৈল উপজেলা থেকে এই শিশু মিজানের ভ্যানগাড়িটি চুরি হয়। অসহায় মিজান তার একমাত্র উপার্জনের ভ্যানগাড়িটি হারিয়ে মানবেতর জীবনযাবন করছিলেন সেই ঘটনাটি ফেসবুকে ভাইরাল হলে তার দৃষ্টি আকর্ষণ হয়। পরে শিশু মিজানের পরিবারের খোঁজখবর নিয়ে তাকে এই ভ্যান গাড়ি উপহার দেন। এই মানবিক সহায়তার কারণে উপজেলা চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল পুরো উপজেলার মানুষের কাছে প্রসংসায় ভাসছেন।