মাহাবুব আলম প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় দৌলতপুর গ্রামে পত্ত্বিক সম্পত্তির উপরে বাঁশ ঝাড়, ফসলি ক্ষেত থাকায় রাস্তা দখলকে কেন্দ্র করে থানায় অভিযোগের ভিত্তিতে ২০ মার্চ ভোর রাতে ১০ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানা গেছে উপজেলার দৌলতপুর গ্রামে গতকাল শুক্রবার বিমল চন্দ্র রায় ও পুতুল বালার পত্ত্বিক সম্পত্তির উপরে থাকা বাঁশ ঝাড়, ফসলি ক্ষেতে কেটে এবং প্রাচীর ভেঙ্গে রাস্তা বের করছিল একই গ্রামের আলী হোসেন, মাজেদ ও রবিউল। প্রাচীর ভাঙার সময় বিমল ও পুতুল বাধা দিতে গেলে
আলী হোসেন, মাজেদ,রবিউল, মঞ্জিলসহ ভাড়াটিয়া লোকজন তাদের উপর হামলা করে।
এ ঘটনায় গত ১৯ মার্চ শুক্রবার রাতে বিমল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে ২০ মার্চ ভোর রাতে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেফতার করে।এবং এদিন বিকালে তাদের জেলা জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ইমরান আলী, মাসুদ রানা,শ্যামল, মামুন, জনি, মেহেদী,আপন, মঞ্জিল, জাকারিয়া ও মরিয়ম।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায় গ্রেফতারকৃত ১০ আসামীকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।