মাহাবুব আলম,ঠাকুরগাঁও প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছেন ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবকলীগ।
(২৭ জুলাই মঙ্গলবার) রাতে সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের সমানে প্রধান অতিথি হিসেবে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো।
এসময় উপস্থিত ছিলেন,স্বেচ্ছাসেবকলীগ সহ-সভাপতি আরাফাত জামান অপু,সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম,সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মুজাহিদুর রহমান শুভ,সাধারণ সম্পাদক আব্দুল ওয়াফু তপু,সাংগঠনিক সম্পদক মিঠুন রানা,দপ্তর সম্পাদক আবু হাসনাত মশিউর রহমান (রুমন) প্রমূখ।
জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মহামারি এই করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক সেবা নিয়ে আমাদের নেতাকর্মীরা নিরবিচ্ছিন্ন ভাবে মানুষের পাশে থাকবে প্রতিটি সময়। আজকের এই দিনটি আমাদের জন্য অনেক আনন্দের,যার কারন আজ আমাদের দলের প্রতিষ্ঠা বার্ষির্কী সেই সাথে তারুণ্যের অহঙ্কার সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন। এরই লক্ষ্যে আমরা আজ অসহায়দের মাঝে কিছু খাদ্য বিতরণ করেছি।
উল্লেখ্য দুপুরে ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও ডিজিটাল বাংলাদেশের রূপকার ও প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন পালন করেছে দলটি।