ডালবুগঞ্জ ইউপি উপ-নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম
স্টাফ রিপোর্টার:
২৮ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন। শনিবার দুপুরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে ব্যালট বাক্স ও ব্যালট পেপারসহ নির্বাচনি আনুসঙ্গীক সরঞ্জাম। সকাল ৮ টা থেকে বিরতীহিনভাবে ভোট গ্রহন চলবে বিকাল ৪ টা পর্যন্ত। ৯ টি কেন্দ্রে ৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবং প্রতিটি কেন্দ্রে ১০ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া নির্বাচনী মাঠে ১ প্লাটুন বিজিবি, ৩ টি মোবাইল টিম ও ১ টি র্যাবের টিম মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ৮ হাজার ৭শ‘ ১২ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ গ্রহনের লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারী রির্টানিং অফিসার আবদুর রশিদ।
উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আবদুস সালাম সিকদার মারা যাওয়ার পর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।
সৈয়দ মোঃ রাসেল
২৭.০২.২০২১
০১৭১৬-৩৮১০২৯