নিজস্ব প্রতিবেদক
ডিজিটাল নিরাপত্তা আইনে দেশের অনেক সম্পাদক ও সাংবাদিকরা জেলে দিন গুনছেন। সাইবার অপরাধ দমনে ব্যাবহার করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইন। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে, এই আইন এখন সাংবাদিকদের দমন করতে ব্যকবহার করা হচ্ছে।
সাংবাদিকের স্বাধীনতা ও কন্ঠ রোধে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত কার্যকারী। ডিজিটাল নিরাপত্তা আইনের কাছে জিম্মি হয়ে পড়েছে সাংবাদিক পেশার মানুষরা। এতে করে দুর্নীতিবাজ,মাদক ব্যাবসায়ী,সন্ত্রাসীরা সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যাবহার করে কন্ঠ রোধ করার মহা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দেশের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, সাইবার অপরাধ দমনে ডিজিটাল নিরাপত্তা আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আইন কোনোমতেই বাতিল করা যায় না।
রবিবার ২ এপ্রিল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের নিজ দফতরে পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন তার সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছে দেশের সব গণমাধ্যম ব্যাক্তি সহ বিশিষ্ট নাগরিকরা।
গত তিন মাসে দেশে ৫৬ জন সাংবাদিক হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাংবাদিক নির্যাতনের সংখ্যা এর চেয়ে বহুগুণ বেশি। সাংবাদিকদের নামে ডিজিটাল নিরাপত্তা আইন বেশি ব্যাবহার হচ্ছে।
বাংলাদেশ সরকার এর কাছে দাবি জানাচ্ছি এই ভয়ংকর সর্বনাশা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হোক অথবা দেশের সাংবাদিকের নামে এই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ব্যাবহার নিষিদ্ধ করা করতে হবে। দেশের কোনো সাংবাদিক আর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আসামি হবে না।