ডুমুরিয়ায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মোঃ মনিরুল ইসলাম মনির,ডুমুরিয়া প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও কেক কাঁটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যদেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যদেন জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শাহনেওয়াজ হোসেন জোয়ারদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা,জেলা ছাত্রলীগ সভাপতি পারভেজ হাওলাদার,সাধারণ সম্পাদক ইমরান হোসেন ইমু,আ’লীগ নেতা খান আবু বক্কার, গোপাল চন্দ্র দে,জি,এম ফারুক হোসেন, গোবিন্দ ঘোষ,মোল্যা জাহিদুর রহমান, মেহেদি হাসান রাজা,স,ম কবিরুল ইসলাম,জিল্লুর রহমান আকুঞ্জি সহ ছাত্রলীগের জেলা -উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ সভা সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মাসুদ রানা। আলোচনা সভা শেষে কেক কাটেন আমন্ত্রিত অতিথি বৃন্দ।
Leave a Reply