1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
ডোমারের কৃতি রাজনীতিক মঞ্জুরুল হক চৌধুরী জেলা আ'লীগে আবারো সদস্য নির্বাচিত হলেন - dainikbijoyerbani.com
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন
ad

ডোমারের কৃতি রাজনীতিক মঞ্জুরুল হক চৌধুরী জেলা আ’লীগে আবারো সদস্য নির্বাচিত হলেন

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ৫০৮ Time View

ডোমারের কৃতি রাজনীতিক মঞ্জুরুল হক চৌধুরী জেলা আ’লীগে আবারো সদস্য নির্বাচিত হলেন

মোঃ মোস্তাফিজুর রহমান নীলফামারী জেলা প্রতিনিধিঃ নিলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান মঞ্জুরুল হক চৌধুরী নিলফামারী জেলা আ’লীগে আবারো নির্বাচিত হলেন সদস্য হিসাবে।
যানাজায় মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার উপজেলা আ’লীগ নেতা কর্মি ও জনগনের নিকট এক নির্ভিক সৈনিকের নাম। ১৯৮১ শালে রাজনৈতিক হানাহানি ও ডামাডোলের মাঝেই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার টানে ছাত্রলীগের মাধ্যমে পথচলা শুরু করেন। এরপর ১৯৮৩ শালে সৈয়দপুর কলেজে অধ্যায়নরত অবস্থায় কলেজ শাখা ছাত্রলীগের সাঃ সম্পাদক নির্বাচিত হয়ে আস্থার সাথেই দায়ীত্ব পালন ও কর্মিবান্ধব নেতা হিসাবে জেলা নেতাদের প্রিয় হয়ে ওঠেন।
ছাত্রজীবন শেষে ডোমারে ফিরে এসে ১৯৯১ শালের জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ব্যাপক প্রচারনায় অংশ নিয়ে উপজেলা আ’লীগে একজন উদিয়মান নেতা হিসাবে নিজেকে জানাঊন দেন।
১৯৯৬শালে তত্তাবধায়ক সরকার আন্দোলনে খালেদা সরকারের অনেক জুলুম অত্যাচার তাকে সহ্য করতে হয়। এরপর ১৯৯৯শালে উপজেলা আ’লীগের যুগ্ন আহবায়ক নির্বাচিত হয়ে, তৃনমুল থেকে দলকে সংগঠিত করে সামনে এগিয়ে জেতে থাকেন। এই সফলতার জন্য জেলা আ’লীগের প্রথম বারেরমতো সদস্য নির্বাচিত হন। ২০০৪ শালে চার দলিয় জোট সরকারের বিরুদ্ধে মঞ্জুরুল হক চৌধরী সামনে থেকে আন্দোলন সংগ্রামে দলকে নেত্রীত্ত দিয়েছেন। এর পাশাপাশি তিনি নিজ এলাকা সোনারায় ইউনিয়নের সাধারন জনগনের বিপদ, আপদে সদা নিয়োজিত ছিলেন। জনগনের নেতা হিসাবে গত ইউপি নির্বাচনে তিনি নৌকা মার্কার প্রার্থী হিসাবে ভোট করে বিদ্রোহী প্রার্থীর নিকট পরাজিত হন।
মঞ্জুরুল হক চৌধুরীর বিষয়ে জানতে চাইলে উপজেলা আ’লীগের সহ সভাপতি মুনসুর আলী জানান, তিনি সেই ১৯৮১শাল থেকে আমাদের দলের পরিক্ষীত ও নিবেদিত একজন নেতা ও বর্তমানে তিনি উপজেলা আ’লীগের সহ সভপতির দায়ীত্ব পালন করছেন। সেইসাথে তিনি গত ২৭ডিসেম্বর অনুমোদন হওয়া জেলা আ’লীগে আবারো সদস্য নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে মঞ্জুরুল হক চৌধুরী বলেন জননেত্রী শেখ হাসিনাকে আমি অভিনন্দন জানাই আমাকে সম্মানিত করার জন্য। সাথে আমাদের প্রিয় নেতা আসাদুজ্জামান নুর ও জেলা সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাঃ সম্পাদক এ্যাড মমতাজুল হককে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি