ডোমারের সোনারায়ে j.C.O সংস্থার উদ্যোগে সুপার ফোর নাইট শো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত।
নীলফামারী জেলা প্রতিনিধি, মোঃ মোস্তাফিজুর রহমান। নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামির বাড়ী নিম্ন মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয় মাঠে ক্রিকেট নাইট শো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার রাত ৮ টায় পশ্চিম পাড়া টাইগার ক্লাব বনাম আনিসুর টেলিকম মোল্লা পাড়া উদ্বোধনী খেলায় এই দুইটি দল অংশগ্রহণ করেন। উক্ত খেলায় সভাপতিত্ব করেন সার্জেন্ট মোঃ তহিদুল ইসলাম ( অবসরপ্রাপ্ত) সদস্য সচিব জাতীয় পার্টি ডোমার উপজেলা শাখা ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহিদ আহমেদ সান্তু সদস্য জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বদরুজ্জামান চার্মিং কৃষক লীগ সভাপতি সোনারায় ইউনিয়ন শাখা, মোঃ মজিবুল ইসলাম যুবলীগ সভাপতি সোনারায় ইউনিয়ন শাখা, মোঃ রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ৬ নং ওয়ার্ড সভাপতি সোনারায় ইউনিয়ন শাখা। এছাড়াও উপস্থিত ছিলেনJ.C.O সংস্থার সভাপতি মোঃ হারুন সরকার , J.C.C সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ আব্দুর রশিদ, মোঃ শরীফ ইসলাম ও এলাকার বিভিন্ন পেশাজীবী মানুষ।