ডোমারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত।
মোঃ সাহিদুল ইসলাম ডোমার (নীলফামারী) উপজেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার পশ্চিম হরিনচড়া ভেন্সি পাড়া যুব সংঘের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।০৩ জানুয়ারী রবিবার পশ্চিম হরিনচড়া ভেন্সি পাড়া ভোকেশনাল স্কুল সংলগ্ন মাঠে কাজী মাওলানা আব্দুল মালেক এর সভাপতিত্বে তৈয়বর রহমান বাংলাদেশ আওয়ামিলীগ সহ সভাপতি হরিনচড়া ইউনিয়ন শাখা প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু টুর্নামেন্টের তৃতীয় ম্যাচটি উদ্বোধন করেন। খেলা পরিচালনা করেন আপেল মাহমুদ সহকারী শিক্ষক শাহরীন ইসলাম চৌধুরী তুহিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ছোট রাউতা ডোমার ও সাবেক খেলোয়াড়। উক্ত খেলায় অংশ গ্রহণ করেন পূর্ব চিকন মাটি হুজুর পাড়া যুব সংঘ বনাম স্বপ্নের ছায়া যুব উন্নয়ন ক্লাব। স্বপ্নের ছায়া যুব উন্নয়ন ক্লাবকে হারিয়ে পূর্ব চিকন মাটি হুজুর পাড়া যুব সংঘ জয়লাভ করেন।
এসময়, মাহবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী উত্তর হরিনচড়া, আবু তালেব উত্তর হরিনচড়া, আনোয়ার হোসেন ঠিকাদার ভাদু মুন্সি পাড়া ডোমার, মমিনুর রহমান সাবেক ইউপি সদস্য ছোট রাউতা ডোমার, খেলা পরিচালনা কমিটির রবিউল ইসলাম, আমিনুর রহমান, শরিফ হোসেন সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply