ডোমারে প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার ও পাট চাষীদের মাঝে সার ও কিটনাশক বিতরণ
মোঃ মোস্তাফিজুর রহমান নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলায় পৃথক ভাবে শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও পাট চাষীদের মাঝে সার, কিটনাশক বিতরণ করা হয়েছে।
বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে পরিষদ হলরুমে ২৩ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে ৩শ’ ত্রিশজন পাট চাষীর প্রত্যেকের মাঝে ১২ কেজি সার ও একটি কিটনাশকের বোতল বিতরণ করা হয়েছে।
বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে এসময় ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, কৃষি কর্মকর্তা কৃষিবীদ আনিছুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহীম, সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম,উপজেলা পাট কর্মকর্তা রেজাউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।