মোঃ সুমন ইসলাম প্রামানিক, ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র, বাংলাদেশ সরকারের তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং ডিজিটাল বাংলাদেশের রুপকার সজীব ওয়াজেদ জয় এর ৫১ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবলীগ।
মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদে উপজেলা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে এই দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে । সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে ও কোভিড-১৯ করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় স্বল্প পরিসরে সামাজিক দুরত্ব বজায় রেখে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া মাহফিল পরিচালনা করেন বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মসজিদের ঈমাম আশরাফ আলী। দোয়া মাহফিল শেষে দলীয় নেতাকর্মী ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চারপাশে ২০টি চারাগাছ এবং মসজিদের চারপাশে ৫০ টি ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপণ করা হয়েছে।
এসময় উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক বাদশা আলমগীর, যুবলীগ নেতা ইমরান হাসান সুমন, বাংলাদেশ ছাত্রলীগ ডোমার পৌর শাখার ছাত্রলীগ নেতা জাওয়াদ বিন হাসান, অনুরাগ সাহা পিয়াল, অর্থ, আসিফ, জয়, প্রীতম সাহা, সাগর, মতি রাম রায় সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও ৭নং বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বলেন, বাংলাদেশের একজন তরুণ আইকন, যিনি বদলে দিয়েছেন বেকার যুবকদের ভাগ্য। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখা এবং সেই স্বপ্ন পূরনের পথে দূর্বার গতিতে ছুটে চলা সেই মানুষটি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। তিনি একজন স্বপ্নচারী মানুষ, তিনি শুধু স্বপ্নই দেখেন না তিনি তা বাস্তবায়ন করেন। স্বপ্নাতুর এই মানুষটির আজ জন্মদিন। ২০১৪ সালের ১৭ ই নভেম্বর জয়কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তখন থেকে আজ অবধি তিনি তথ্য-প্রযুক্তি রাজনীতি, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা বিষয়ক কর্মসূচিতে অংশ নিয়ে তথ্য -প্রযুক্তির বিকাশ, তরুণ উদ্যোক্তা তৈরি, তরুণদের রাজনৈতিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
তিনি আরও জানান, জয়ের ৫১ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ শুধু আমার উপজেলায় সীমাবদ্ধ নয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন যুবলীগ নেতাকর্মীদের মাঝে আমি বিভিন্ন প্রকার ফলজ,বনজ ও ঔষধি ১ হাজার চারাগাছ বিতরণ করেছি। ইউনিয়নের নেতাকর্মীরা তাদের নিজ নিজ ইউনিয়নে জয়ের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষ রোপণ কার্যক্রম পরিচালনা করেছেন বলে তিনি জানিয়েছেন।
#