মোঃ সুমন ইসলাম প্রামানিক ডোমার নীলফামারী প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী- ১ ডোমার-ডিমলা আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী সরকার ফারহানা আক্তার সুমি’র গণসংযোগ।
সাধারণ মানুষের কাছে বর্তমান আ’লীগ সরকারের সকল উন্নয়ন মূলক কাজ তুলে ধরে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ইতোমধ্যে গণসংযোগ করে যাচ্ছে বর্তমান সংসদ সদস্য সহ আ’লীগের একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী। তাদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা ও পরিচিতি লাভ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (কল্যাণ ও পুনর্বাসন) এবং বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক সরকার ফারহানা আক্তার সুমি।
ইতোমধ্যে ডোমার-ডিমলা এলাকার সাধারণ মানুষের কাছে গিয়ে গণসংযোগ করে নৌকার জন্য ভোট চেয়ে ব্যাস্ত সময় পার করতে দেখা গেছে। এলাকায় তার আসার খবর পেয়ে বিপুল সংখ্যক জনতার ঢল চোখে পড়ার মতো। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এলাকার হাটবাজার, পাড়া মহল্লা সহ সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করে বেড়াচ্ছেন এই তরুন নারী নেত্রী
যেমন গত 24/08/2021 তারিখে চিলাহাটি থেকে খুলনা গামী রকেট মেইল ট্রেনের ধাক্কায় ইট বোঝাই ট্রাক চালক সহকারী হেলপার শাকিল ইসলাম(28) ঘটনা স্হলে নিহত হয়েছেন এঘটনায় আহত হয়েছেন ড্রাইভার হাচান মাহামুদুল এদের বাড়ি নওগাঁ জেলা বেনি ফতেপুর গ্রামের,
ও ইট ব্যবসায়ী আনিছুর রহমান( 35) ডোমার উপজেলা 2নং কেতকীবাড়ি ইউনিয়নের ছেলে,এই বিষয়ে খবর পেয়ে ঢাকা থেকে গরীব ও দুখী মানুষের বন্ধু সরকার ফারহান আক্তার সুমি তিনি গতকাল মঙ্গলবার বিকাল 4.30মিনিটে কাজিরহাট রেলঘুন্টি স্থান পরিদর্শন করেন পরে খবর পেয়ে এলাকার মানুষ ছুটে আসে এক নজর দেখার জন্য , এলাকার মানুষের একটায় দাবি রাস্তাঘাট মেরামত করা জন্য আর দাবি করেন কাজিরহাট রেলঘুন্টি স্থানে রেলগেট তৈরি করা জন্য ,পরে তিনি কেতকীবাড়ি ইউনিয়নের 1নং ওয়াডের আনিছুর রহমানের বাড়িতে যান এবং বাড়ির সবাই কে সান্ত্বনা দিয়ে আসেন,পরে সাংবাদিকদের এবিষয়ে সুমি জানান, আমি সাধারণ মানুষের জন্য রাজনীতি করি। আমার বাবা দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছে আমি তার সন্তান হিসাবে সাধারণ মানুষের কাছে গিয়ে সুখ দুখের সাথী হতে চাই। আমার প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন প্রদানের বিষয়ে তরুনদের প্রাধান্য দিয়েছে। তাই আমি এবার সংসদ নির্বাচনে ডোমার-ডিমলা আসনের মনোনয়ন প্রত্যাশী হিসাবে জোর দাবী জানাই। তিনি আরো বলেন, নেত্রী আমাকে মনোনয়ন দিলে, আমি নির্বাচিত হলে ডোমার-ডিমলা এলাকার ব্যপক উন্নয়ন করবো। বিশেষ করে বেকারত্ব দূরী করণের লক্ষ্যে কর্মসংস্থান গড়ে তুলবো। এ ছাড়াও রাস্তা ঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, বণ্যাদূর্গত এলাকায় বাঁধ নির্মাণসহ ডোমার-ডিমলাকে উন্নত, আধুনিক, ডিজিটাল, ক্ষুধা ও দারিদ্র মুক্ত উপজেলা হিসাবে তৈরী করার প্রত্যয় ব্যক্ত করে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন তিনি। তিনি দীর্ঘদিন যাবত পথসভা সেমিনার, জনসভা, সংস্কৃতি, ক্রীড়া অনুষ্ঠানসহ বণ্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে, করোনা কালীন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এলাকায় হেবী ওয়েস্ট প্রাথী হিসাবে জনপ্রিয়তা অর্জন করেছে। সুমী ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা গোলাম রাব্বানীর কন্যা।