মোঃ সুমন ইসলাম প্রামানিক ডোমার নীলফামারী প্রতিনিধি ডোমার নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধার সন্তান ও দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ই আগষ্ট) বিকাল সাড়ে ৪ টায় ডোমার প্রেসক্লাব হলরুমে, ডোমার প্রেসক্লাবের নবগঠিত কমিটির আহবায়ক আসাদুজ্জামান চয়ন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিক্ষাবিদ অধ্যাপক খায়রুল আলম বাবুল, আমন্ত্রিত অতিথি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরননবী, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন নয়ন, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান, প্রেসক্লাবের নবগঠিত আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ফাত্তাহ কামাল পাখি, প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্য সচিব আব্দুর রাজ্জাক রাজা প্রমুখ বক্তব্য রাখেন।
প্রেসক্লাবের নবগঠিত কমিটির যুন্ম আহবায়ক এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় পৌর কৃষক লীগের আহবায়ক আবু সাঈদ, যুগ্ম আহ্বায়ক এবাদত হোসেন চঞ্চল, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রুবেল, গনেশ কুমার আগরওয়ালা, পৌর যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন রকি, যুগ্ম আহ্বায়ক রিফাত হাসান সৌরভ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিফ আহমেদ সোহাগ, সাবেক সহ সাধারণ সম্পাদক হুমায়ুন আহমেদ রাকিব, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রিমুন ইসলাম, উপজেলা তাতী লীগের প্রচার সম্পাদক খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উক্ত আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তান ও দুঃস্থ অসহায় ১ শত ৩৫ জন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।