মোঃখায়রুল ইসলাম হৃদয়
গজারিয়া(মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের ভাসারচর গ্রামে ড্রেনের জায়গা না রেখে বাড়ি নির্মান কে কেন্দ্র করে একপক্ষের বাধা। এতে দুই পক্ষের মধ্যে হড্ডগোলের সৃষ্টি হয়।
সরজমিনে গিয়ে দেখা যায়,গুয়াগাছিয়া ইউনিয়নের
ভাসারচর গ্রামে সরকার বাড়ী হতে মিন্নত আলী ঢালীর বাড়ি পর্যন্ত ড্রেনের কাজ অধিকাংশ করার পর কাজ বন্ধ রয়েছে। দীর্ঘ দিন যাবত ড্রেনের কাজ বন্ধ থাকায় বাড়ীর মালিক সিরাজুল ইসলাম রাস্তা ঘেঁষে বাড়ি নির্মানের কাজ চলমান রয়েছে। এতে এলাকা বাসী বাধা দেয় ড্রেনের জায়গায় রেখে বাড়ি নির্মানের কাজ করার জন্য।
৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দুলাল ঢালী, সাবেক মেম্বার ফজলুল হক ঢালী,মোঃছন্দু অজি,মোঃ ফিরোজ সহ একাধিক ব্যক্তি বলেন, আমাদের এই রাস্তা ঘেঁষে ড্রেনের কাজ হচ্ছে কিন্তু সিরাজুল ইসলাম রাস্তা ঘেঁষে বাড়ি নির্মান করাতে আমাদের ড্রেনের কাজের বিঘ্ন ঘটবে।
ভাসারচর এতিম কল্যাণ ফাউন্ডেশনের সহকারী ক্যাশিয়ার বাদল সহ একাধিক সদস্য জানায়,এ বাড়ি নির্মানের সময় তারা একাধিকবার বাঁধা দিয়েছে।তারা বলেছে এ রাস্তায় ড্রেনের কাজ চলমান আপনি বাড়ি করেন ঠিক আছে ড্রেনের জায়গা রেখে করেন।
ভাসারচর পশ্চিম পাড়া ঈদগাহ ও কবরস্থা জামে মসজিদের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (৫৫) জানায়,তারা মসজিদের একাধিক মুসল্লীরাও বলেছে রাস্তা ঘেসে বাড়ি নির্মাণ না করিতে।
গুয়াগাছিয়া ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশ
চরমনাই এর সভাপতি শামসুদ্দিন (৫৫).জানায়,তারাও বাড়ি নির্মানের পূর্বে নির্দেশ করেছে তবে তাদের সমাজের কারো কথা তোয়াক্কা না করে রাস্তার পাশের ড্রেনেজ ব্যবস্থার জায়গা না রেখেই ভবন তৈরি করেছে।
এ বিষয়ে ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ফজলুল হক,মোঃআয়নাল হক ঢালি(৬০),মোঃছিন্দু অজি(৬৫),ফিরোজ (৫০),শামসুদ্দিন(৫৫),নূর মোহাম্মদ (৫৫),সাত্তার ঢালি(৮০),
ইউএনও কেও অবগত করা হয়েছিল বলে জানায়।
সিরাজুল ইসলাম প্রথমে রাস্তা বা ড্রেনেজ ব্যবস্থার জন্য জায়গা দিবে না বলেও পরে সিরাজুল ইসলাম বলেন, আমি রাস্তা ঘেঁষে বাড়ি করছি যদি সরকারের প্রয়োজন পরে আমি ভেঙে দিবো।তবে অন্য কেউ বললে দিবো না।
মোঃ খায়রুল ইসলাম হৃদয়
গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধি :
০১৬৩৯০০৫১২০
১৬/০৩/২৫ইং
Leave a Reply