মোঃ মিজানুর রহমান
নির্বাহী সম্পাদক
ঢাকা। সাভার
ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের কাছে হারলেন দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এবং সাবেক সংসদ সদস্য তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ।
ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের ২৯২ কেন্দ্রে ফলাফল অনুযায়ী ভোটার বহুল ধামসোনা ইউনিয়নের সাতবারের নির্বাচিত চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল ইসলাম পেয়েছেন ৮৪ হাজার ৪১২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তালুকদার মোঃ তৌহিদ জং মুরাদ পেয়েছেন ৭৬ হাজার ২০২ ভোট।
বর্তমান সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান পেয়েছেন ৫৬ হাজার ৩৬১ ভোট।
রাজধানীর শিল্প অধ্যুষিত জনবহুল এলাকা সাভার ও আশুলিয়া মিলে ঢাকা-১৯ আসন। ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে এই আসন। পৌরসভাতেই ভোটার ছিলো প্রায় দুই লাখ। আর ধামসোনা একটি ইউনিয়নে আরও প্রায় দুই লাখ ভোটার। এই দুই এলাকার ভোটের সমীকরন এ ছিলো ঢাকা-১৯ আসনে জয়ের সমীকরণ। প্রার্থীদের লড়াইটাও ছিলো সেখানে।
ভোট গ্রহনের শেষ পর্যায়ে ও ছিল হাড্ডাহাড্ডি লড়াই।
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাত ১১ টায় চূড়ান্ত প্রার্থী হিসেবে মুহাম্মদ সাইফুল ইসলাম কে বিজয়ী ঘোষনা করেন।
Leave a Reply