তথ্য গোপন করে প্রার্থী হলেন
রাজাপুরের মঠবাড়ি ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহ জালাল
রাজাপুর (ঝালকাঠী)প্রতিনিধি : ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার ৬ নং মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তথ্য গোপন করে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন
মোঃ শাহ জালাল। তিনি মনোনয়ন পত্র ও হলফনামা দিয়েছেন তাতে তিনি অসত্য জন্ম তারিখ দিয়েছেন।
হলফনামায় তথ্য গোপন করেছেন তিনি। এ নিয়ে মঠবাড়িসহ গোটা রাজাপুর এলাকায় চলছে তোলপাড়। বইছে সমালোচনার ঝড় ।
এ ব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসার ও ৬ নং মঠবাড়ি ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার এর নিকট লিখিত আবেদন করেছেন আব্দুর রব নামের এক ব্যক্তি।
৬ নং মঠবাড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহ জালালের মনোনয়ন পত্র বাতিল চেয়ে লিখিত আবারে আবেদন করা হয়।
আবেদনে উল্লেখ করা হয় মোঃ শাহ জালাল এর পিতা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মারা গেছেন। অথচ শাহজালালের আইডি কার্ডে ও হলফনামায় জন্ম তারিখ উল্লেখ করা হয় ১১.১১.১৯৭৫। পিতা মৃত্যুর প্রায় চার বছর পরে জন্মগ্রহন সঠিক নয়। হলফনামায় জন্ম তারিখ যাহা উল্লেখ করা হয়েছে তা অসত্য ও মিথ্যা। মিথ্যা হলফনামা দেয়ার কারনে শাহজালালের মনোনয়ন বাতিলের দাবী করা হয়।
এব্যাপারে ৬নং মঠবাড়ি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামাল শিকদার বলেন,মোঃ শাহজালালের পিতা মোঃ হোসেন আলী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মারা গেছেন এটা সত্য। তিনি এ ব্যাপারে একটি প্রত্যায়নপত্রও দিয়েছেন।
রাজাপুর নির্বাচন অফিসের একটি সুত্র জানায়, মোঃ শাহ জালাল হাওলাদার যার ভোটার নম্বর ৪২০০৭৯৫০৫২৯৮, পিতা- হোসেন আলী হাওলাদার, মাতা - আমেনা খাতুন,পেশা :ব্যবসা,জন্ম তারিখ ১১.১১.১৯৭৫, পুর্ব ইন্দ্রপাশা,রাজাপুর।
এ ব্যাপারে মোঃ শাহজালাল হাওলাদার জানান,আমার শিক্ষাগত যোগ্যতার সনদে জন্ম তারিখ ১১,১১.১৯৭৫ সাল তাই ভোটার তালিকায় দেয়া হয়েছে। ভোটার তালিকায় ১১,১১.১৯৭৫ জন্ম তারিখ থাকায় সেটা হলফনামায় উল্লেখ করেছি। মোঃ শাহজালাল তার পিতা ১৯৭১ সালে মারা গেছেন এ সত্যতা নিশ্চিত করেছেন তিনি নিজেও। তিনি বলেন এ ব্যাপারে আমাকে উপজেলা নির্বাচন অফিসার ডেকেছিল তার কাছে বলেছি যে সার্টিফিকেট অনুযায়ী ভোটার তালিকায় জন্ম তারিখ দেয়া হয়েছে। জন্মতারিখ অসত্য এবং ভুল এ ব্যাপারে সংশোধন করার আবেদন করেছেন কিনা এ প্রশ্ন করা হলে তিনি বলেন আমি এখনো সংশোধনের জন্য আবেদন করিনাই।
এব্যাপারে রাজাপুর উপজেলা নির্বাচন অফিসার আবু ইউসুফ এর নিকট ২২ মার্চ বিকেল চারটা চল্লিশ মিনিট থেকে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেন নি।
হলনফনামায় তথ্য গোপনের বিষয়ে ঝালকাঠী জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট এ ওয়াই আবু সাইয়েদ বলেন, কোনো প্রার্থীই তাদের জন্মতারিখ সংক্রান্ত তথ্য হলনফনামায় গোপন করতে পারেন না। বিষয়টি প্রমাণিত হলে প্রার্থিতা বাতিল হতে পারে। রিটার্নিং কর্মকর্তা অভিযোগ লিখিত আকারে পেলেও মনোনয়ন বাতিল না করাটা দুঃখজনক। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে নির্দিষ্ট নিয়মে জেলা প্রশাসনের আপিল বিভাগে অভিযোগ দায়ের করতে পারেন।
জানা গেছে, ইউপি নির্বাচনের প্রথম ধাপে এ ইউনিয়নে ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।