মোঃ জাকির হোসেন মৌলভীবাজার প্রতিনিধি
জাকির হোসেন জুমনের একক পৃষ্টপোষকতায় ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় এবং তারুণ্য নাট্যগোষ্ঠীর আয়োজনে ৫ দিনব্যাপী বইমেলা ও নাট্যোৎসবে সমাপনি সন্ধ্যায় বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও হানিফ পারভেজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখার পৌর মেয়র আবু ইমাম মোঃ কামরান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন,বীর মুক্তিযুদ্ধা মোঃ সিরাজ উদ্দিন, বাংলাদেশ আওয়ামীলিগের বড়লেখা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ বড়লেখা থানা অফিসার ইন্চার্য (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, রজত কান্তি গুপ্ত, সাধারণ সম্পাদক সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, জালাল উদ্দিন রুমি, সাংগটনিক সম্পাদক বাংলাদেশ গ্রপ থিয়োটার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন , তারুন্য নাট্য গোষ্টীর সভাপতি বিশিষ্ট্য নাট্যকার প্রভাষক বধরুল ইসলাম মনু, সহ-সভাপতি হানিফ পারভেজ।
সংবর্ধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বড়লেখা উপজেলার ১০ টি ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ।
এসময় অতিথিবৃন্দরা বলেন
বাঙালি সংস্কৃতির বিকাশে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দীর্ঘ পথ-পরিক্রমায় তারুণ্য নাট্যগোষ্ঠীর রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য। সকল অপশক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষে নাট্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি তারুণ্য নাট্যগোষ্ঠী মঞ্চে ও পথে ছিল সক্রিয়।
১৯৯২ সালের ৫ মার্চে তারুণ্য নাট্যগোষ্ঠী যাত্রা শুরু করে। সেই সময় থেকে অভিনয়ের মাধ্যমে নাট্যকর্মীদের বিভিন্ন দাবি আদায়ে সংগঠিত হয়েছিল 'তারুণ্য নাট্য গোষ্ঠী বড়লেখা'। বিগত ৩০ বছরে তারুণ্য নাট্যগোষ্ঠী তার অগ্রযাত্রার পথে অনেকগুলো সফল কর্মকাণ্ড সম্পন্ন করেছে। মৌলভীবাজার সিলেট তথা পুরো বাংলাদেশজুড়ে নাট্যামোদী দর্শককে দিয়েছে নিজেদের নাটকের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক নাটক দেখার সুযোগ। উৎসব পার্বণে বছরব্যাপী তারুণ্য নাট্য গোষ্ঠী বিভিন্ন কর্মকাণ্ড সর্বমহলে প্রশংসিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান, এবং উপজেলা নির্বাহী অফিসারের উপস্হিতিতে কোমলমতী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণ করা হয়।
পরিশেষে জেলা অডিটোরিয়াম হল রুমে মৌলভীবাজার নাটক মঞ্চস্থ করে জেগে উটো হে মহা মানব
এই নাটকটির মধ্য দিয়ে তারুন্য নাট্যগোষ্ঠীর ৫ দিন ব্যাপী মঞ্চ নাটক এবং বই মেলা সফল ভাবে সমাপ্তি করা হয়। এবং প্রতি বছরে এই জেলা অডিটোরিয়াম হল রুমে তাদের মঞ্চ নাটক ও বই মেলা অব্যাহত থাকবে বলে জানান তারুন্য নাট্যগোষ্ঠীর সভাপতি বিশিষ্ট্য নাট্যকার প্রভাষক বধরুল ইসলাম মনু।