মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি ( বরগুনা)
বরগুনার তালতলীতে গ্যাস ট্যাবলেট খেয়ে ১০ম শ্রেনীর (পরিক্ষার্থী) এক শিক্ষার্থীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। নিহত ওই শিক্ষার্থী কড়ইবাড়িয়া ইউনিয়নের হলদিবাড়িয়া গ্রামের আবু হানিফ জুয়েল মল্লিকের (৪০) মেয়ে মিম (১৭) এবং কড়ইবাড়িয়া দাঃ দাখিল মাদ্রাসার ছাত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত সোমবার (৭ মার্চ ২২) সকালে মাদ্রাসায় যায় এবং সেখান থেকে বাড়িতে ফিরে এসে তার দাদা মতিউর রহমান মল্লিকের কাছে জানায়, আগামি কাল মাদ্রাসায় ২৫০ টাকা দিতে হবে হুজুরেরা চেয়েছে।
দুপুরের সময়ে এমন কথা বলায় তার দাদা রেগে বলেন তোর পিছনে আর কত টাকা দেবো? আজ এই টাকা কাল ওই টাকা। এসময়ে তার দাদী জাহানারাও তাকে বলেন তুই এই দুপুরের সময়ে টাকা চাইলী কেন? পরেওতো চাইতে পারতি।
এঘটনার পরেই ওই ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটে এবং সেই রাতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা হয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে কয়েকজন ব্যক্তি এ প্রতিবেদককে বলেন, দাদা দাদীর সামান্য এই কথায় কোনো মেয়ে আত্মহত্যা করতে পারে না। নিশ্চই অন্য কোন কারণ আছে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।
কড়ইবাড়িয়া মাদ্রাসা সুপার আ.সবুরের কাছে টাকার বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার মাদ্রাসা থেকে কেউ টাকা চায়নি। এবিষয়ে আমরা কিছুই জানি না।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত করা হয়নি । উপরক্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। এব্যপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। (মোং নং ৫/২২)