তালতলীতে সাংবাদিক কে হত্যার হুমকি, থানায় জিডি
মোঃ লিমন গাজী
বরগুনা জেলা প্রতিনিধি ,
বরগুনার তালতলীতে সাংবাদিক মাহমুদুল হাসানকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী ওই সাংবাদিক।
গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল ২২) ভুক্তভোগী ওই সাংবাদিক তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। মাহমুদুল হাসান তালতলী সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক খোলা কাগজে কাজ করেন।
জিডি সূত্রে জানা যায়, উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তাতিপাড়া এলাকার হাফেজ মল্লিক ও দুলাল খানের সাথে সাংবাদিক মাহমুদুল হাসানের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। তারই ভাড়াটে লোক একাধিক মামলার আসামী ভূমিদস্যু শহিদুল ইসলাম (৪৫) বিভিন্ন সময় সরাসরি ও মোবাইল ফোনে ভয়-ভীতি দেখিয়ে আসছেন ভুক্তভোগী ওই সাংবাদিক কে। এমন কি শহিদুল ইসলাম ০১৭১৩৯৩২৪৫৮ নাম্বার থেকেও ওই সংবাদকর্মীকে হত্যার হুমকি দেয় ।
হুমকিতে বলা হয়, তুই কোথায় আছো? তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না! তোকে যেখানে পাইবো সেখানেই মারধর করবো ও হাতপা ভেঙ্গে পঙ্গু করে ফেলবো। এসময়ে আরও বলেন, তুই তোর দখলী জমি থেকে চলে যাবি। ওই জমি আমার দরকার, ওখানে থাকার চেষ্টা করলে তোকে খুন করা হবে এই বলে ফোনের লাইনটি কেটে দেয়।
সাংবাদিক মাহমুদুল হাসান বলেন, ভূমিদস্যু শহিদুল ইসলাম বিভিন্ন সময় আমাকে হুমকি ধামকি দিয়ে আসছেন। এরই ধারাবাহিকতায় শহিদুল ইসলাম মুঠোফোনে আমাকে হুমকি দেয়। এজন্য তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, জমিজমা নিয়ে ঝামেলায় থাকতে পারে। সেটা আইনের মাধ্যমে সমাধান হবে। তাই বলে ভারাটে লোক দিয়ে সাংবাদিককে মৃত্যুর হুমকি দেওয়া টা মোটেই উচিত হয়নি। আমরা এই ভূমিদস্যু শহিদুল ইসলামের বিচার চাই।
তালতলী সাংবাদিক ঐক্যজোটের সভাপতি আবুল হাসান ও সম্পাদক ইব্রাহিম সুমন সহ সংগঠনের সকল সদস্যরা এই হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা বলেন, সাংবাদিকদের উপর মিথ্যা মামলা হামলা ও হুমকি ধামকির সুষ্ঠ বিচার না হওয়াতে সারা দেশে দিন দিন সাংবাদিকরা ষড়যন্ত্র ও হুমকি ধামকির শিকার হচ্ছেন। আমরা অতিদ্রুত ওই হুমকীদাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।
তালতলী থানার অফিসার ইনচার্জ কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, সাংবাদিক মাহমুদুল হাসান একটি জিডি করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তালতলী থানার জিডি নং ৪৫৮/২২।