রুস্তম আলী শায়ের
বাগমারা প্রতিনিধিঃ
বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ঈদুল আযহা উপলক্ষে ৪৬০০ পরিবারের মাঝ ভিজিএফএর চাউল বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ৯টার সময় তাহেরপুর কলেজ চত্বরে তাহেরপুর পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ মুঠোফনে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্ভোধন করেন। উদ্ভোধন কালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষুদার্থ ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে আমরা তাহেপুর পৌরসভাকে ক্ষুদার্থ ও দারিদ্র মুক্ত মডেল পৌরসভা গড়ার কার্যক্রম হাতে নিয়েছি। এ সময় উপজেলা ট্যাগ অফিসার, ভারপ্রাপ্ত সচিব মতলেবুর রহমান, প্যানেল মেয়র বাবুল খাঁ ও পৌরসভার ৮টি ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। এ কার্যক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডের দুস্থ, গরীব ও অসহায় ৪৬০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
Leave a Reply