মোঃ কাওছার হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তিতুমীর কলেজের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন মাদারিপুরের মোঃ জহুরুল ইসলাম। সম্প্রতি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন তিতুমীর কলেজ ছাত্রদলের ত্যাগি নেতা জহুরুল ইসলাম। তিনি মাদারীপুর জেলার ডাসা উপজেলার সন্তান।
জহুরুল ইসলাম তিতুমীর কলেজের ইতিহাস বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগেও তিনি তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জানা যায়, শিক্ষার্থী বান্ধব কর্মকান্ডের মাধ্যমে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীসহ সকলের মাঝেই মোঃ জহরুল ইসলামের রয়েছে আলাদা গ্রহনযোগ্যতা।
বিগত স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে যখন দলের অনেকেই রাজনৈতিক কর্মসূচিতে আসতো না। ঠিক ওই সময়েও জহরুল সংগঠনের কার্যক্রমে সক্রিয় ছিলেন। মিছিল, মিটিংসহ সকল দলীয় কর্মসূচি বাস্তবায়নে কাজ করে গেছেন নিরলস। জুলাই গণঅভ্যুত্থানেও ভূমিকা রেখেছেন সামনে কাতারে দাঁড়িয়ে। সব সময় ঝাঁপিয়ে পরেছেন সবার আগে।
মোঃ জহরুল ইসলাম বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কাজ করেছি। ২৪ এর দ্বিতীয় স্বাধীনতায় ছাত্রদলের ১৪২ জন নেতা-কর্মী রক্ত দিয়েছেন। ভবিষ্যতে আমরা যেকোন গনতান্ত্রিক, ন্যায় সঙ্গত দাবীর পক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। আমি চাই সাধারণ জনগণের পাশে থাকতে।
Leave a Reply