মোংলা প্রতিনিধিঃ
মোংলা সহ পার্শবর্তী উপজেলাতে বইছে প্রচণ্ড তাপদাহ। টানা কয়েক দিনের তীব্র তাপদাহে হাঁপিয়ে উঠেছিলো জনজীবন। ভ্যাপসা গুমোট আবহাওয়ায় মানুষ কেবল বৃষ্টির কামনায় হাঁটু গাড়ছিল যেন।
অবশেষে নেমে এলো স্বস্তির পরশ। শনিবার (২১ মে) বিকেল ৫ টার দিকে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি সহ বজ্রপাত। তাতে জনজীবনে এসেছে স্বস্তি। কয়েক দিনের তীব্র গরমের পর মোংলা সহ পার্শবর্তী উপজেলায় বৃষ্টি শুরু হলে অনেককেই শীতলতার পরশ পেতে বৃষ্টিতে ভিঁজতে দেখা যায় এখানকার মানুষ দের, তবে বাধা হয়ে দাড়ায় মুহুরমুহুর বজ্রপাত। গত কয়েকদিন ধরে যা গরম পড়ছিল তা যেন নিমিষেই উবে দিচ্ছিল সেই বৃষ্টি। তবে বিকেল থেকে এক পশলা ভারী বৃষ্টি হলেও সন্ধ্যার পর থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি অব্যাহত রয়েছে এ উপজেলাতে।
এ দিকে আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বিকেল ৩টা পর্যন্ত এই জনপদে সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। তবে এই বৃষ্টি অসহনীয় তাপমাত্রার পারদ কমিয়েছে অনেকখানি। তবে বিপাকে পড়েছে ধানকাটার শ্রমিকেরা। ধান শুকাতে না পারার সঙ্কায় চোখে-মুুখে হতাশা আর চরম দুশ্চিন্তায় পড়েছে তারা।