দেশ প্রেমের শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন' এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা পর্যায়ে দূর্নীতি দমন কমিশন কর্তৃক বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৭ই জুলাই পৌরসভা হলরুম মিলনায়তনে ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর কবিরের সঞ্চালনায় এবং জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ, জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল-মাহমুদ। বিতর্কের বিষয়ঃ অভাব নয় সীমাহীন লোভই দূর্নীতির প্রধান কারণ। উক্ত বিতর্ক প্রতিযোগিতায় দুটি দল অংশগ্রহণ করে।পক্ষ দল ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয় এবং বিপক্ষ দল শুকতারা বিদ্যানিকেতন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মফিজুল ইসলাম, স্বাগত বক্তব্য প্রদান করেন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান। প্রতিযোগিতায় বিপক্ষ দল শুকতারা বিদ্যানিকেতন যুক্তিতর্কের মাধ্যমে পক্ষ দল ত্রিশাল নজরুল বালিকা উচ্চবিদ্যালয় কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।