প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৫, ২০২৩, ১:৪৪ পি.এম
ত্রিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
মোঃ আসাদুল ইসলাম মিন্টু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
“নিরাপদ মাছে ভরবো দেশ"
"গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্য কে নিয়ে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া রহমান,উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,মঠবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস মন্ডল প্রমুখ।
এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ,বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় শতাধিক মৎস্য চাষীগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 dainikbijoyerbani.com. All rights reserved.