মোঃ আসাদুল ইসলাম মিন্টু
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছেন পৌর মেয়র আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিস।
২৫ জুলাই মঙ্গলবার বিকালে পৌর শহরের প্রতিটি দোকানে দোকানে এ লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মাইকিং করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল-১ রাশিদুল হাসান বিপ্লব,১নং ওয়ার্ড কাউন্সিলর উসমান গণি কুসুম,৫নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান নাসিম, ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির আলম খান, সংরক্ষিত নারী কাউন্সিলর ফাতেমা আক্তার মিনা,পৌর ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, পৌর মৎস্য জীবী লীগের আহ্বায়ক সোহাগ আকন্দসহ পৌর পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
লিফলেট বিতরণ শেষে মেয়র আনিসুজ্জামান বলেন, সারাদেশের প্রায় ৫০টি জেলায় ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে।তাই আমাদের সকলের সচেতন থাকাটা জরুরি।একমাত্র সকলের সহযোগীতা ও সচেতনতায় পারে ডেঙ্গু প্রতিরোধ করতে।আমরা পৌরসভা কর্তৃক ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা লিফলেট বিতরণ করছি পাশাপাশি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে মাইকিং করা হচ্ছে।