1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
দক্ষিণ রাউজান এলাকার অঘোষিত সম্রাটের তিন পর্বের বাবুলনামা-১ - dainikbijoyerbani.com
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
ad

দক্ষিণ রাউজান এলাকার অঘোষিত সম্রাটের তিন পর্বের বাবুলনামা-১

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১
  • ৪৭১ Time View

দক্ষিণ রাউজান এলাকার অঘোষিত সম্রাটের তিন পর্বের বাবুলনামা-১

চট্টগ্রামের রাউজান থানাধীন নোয়াপাড়া পথের হাটের আধুনিক খতনা সেন্টার থেকে রোগী দেখে বাসায় ফেরার পথে এক চিকিৎসককে অস্ত্রেরমুখে অপহরণ করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায়।নোয়াপাড়া এলাকার স্থানীয় পল্লী চিকিৎসকের নাম জাহাঙ্গীর আলম। তিনি স্থানীয় আওয়ামী লীগের পরিক্ষিত কর্মী।

হামলার শিকার ভুক্তভোগী ডাঃ জাহাঙ্গীর আলম জানান, রোববার (২৮ মার্চ) বিকালে অপহরণকারীরা তাকে তুলে নিয়ে নোয়াপাড়া চৌধুরীহাটের পশ্চিম দিকে একটি নির্জন স্থানে অমানুষিক নির্যাতন করে মুমূর্ষু অবস্থায় ফেলে গেলে জরুরীভিত্তিতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

নির্যাতনের শিকার জাহাঙ্গীর নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘১৩ নম্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মেম্বারের নির্দেশে সেকান্দর মেম্বারের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাকে তুলে নিয়ে অমানুষিকভাবে প্রায় ঘন্টা ধরে শারীরিক নির্যাতন করে হাত-পা ভেঙে দেয়। অতিরিক্ত নির্যাতনে আমি জ্ঞান হারিয়ে ফেলার পরে মৃত ভেবে আমাকে নোয়াপাড়া বদু ফকিরের বাড়ীর সামনে ফেলে রেখে গেলে স্থানীয় জনগণ আমাকে চমেক হাসপাতাল নিয়ে আসে।’ এ ব্যাপারে তিনি সুস্থ হলে মামলা দায়ের করবেন বলে জানায় তার পরিবার।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল মেম্বার কাছে বিষয়টি অস্বীকার করেন বলেন, ‘আমি এই ব্যাপারে কিছু জানি না, কেউ আমাকে এই বিষয়ে কিছু জানায়নি। সামনে নির্বাচন,তাই আমার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র।’

অন্যদিকে, ১৩নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম অভিযোগ করেন তাকেও গত রোববার (২৮ মার্চ) তুলে নিয়ে যায়। তবে গায়ে হাত না তুললেও তার মোবাইল, ঘড়ি, টাকা ছিনিয়ে নেয় এবং জানে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বলে সন্ত্রাসীরা।

এছাড়াও সমৃদ্ধ রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট আধুনিক মানের শপিং মল এবং বানিজ্যিক ব্যাংক বীমা কোম্পানি অফিস সহ প্রায় একহাজার তিনশত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।তারমধ্যে কয়েকটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠান প্রায় দুবছর যাবতকাল ধরে একটি অদৃশ্য প্রভাবশালী মহলের হস্তক্ষেপে বন্ধ রয়েছে।এই বিষয় নিয়ে নোয়াপাড়া পথের হাট ব্যবসায়ী সমিতির সভাপতি জনাব জাফরের সাথে কথা বলতে চাইলে উনি সংশ্লিষ্টদের নাম নিলে নোয়াপাড়া তথা রাউজান এলাকায় ব্যবসা করা মুশকিল হয়ে পরার আশংকা প্রকাশ করেন। উল্লেখ করার বিষয় হলো বিনা উস্কানিতে অমূলক কারণে এই কয়েকটি প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা তাদের আয়ের একমাত্র অবলম্বন দীর্ঘদিন পর্যন্ত এভাবে বন্ধ থাকায় পারিবারিক এবং আর্থিকভাবে ব্যপক ক্ষতির সম্মুখীন হয়ে নিদারুন কষ্টে দিন কাটাচ্ছেন।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ব্যবসা প্রতিষ্ঠানের প্রসঙ্গে বাবুল মেম্বার মন্তব্য চাইলে উনি সংশ্লিষ্ট বিষয়ে কোনপ্রকার মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন…..(চলমান)

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি