এএইস রনি দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
সিলেটে মো. নাজিম উদ্দিন (৪৫) নামের ‘কুখ্যাত’ এক মোটরসাইকেল চোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে (৩১ আগস্ট) সোয়া ১২টার দিকে দক্ষিণ সুরমার সিলাম থেকে তাকে গ্রেফতার করে থানাপুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জানান, সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে মোগলাবাজার থানাধীন সিলাম মাঝপাড়া এলাকা হতে ‘কুখ্যাত’ মোটরসাইকেল চোর নাজিমকে গ্রেফতার করে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ। নাজিম সিলামের মাঝপাড়া গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়,নাজিম চোরাইকৃত মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে সিলেট মহানগরীসহ বিভাগের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে নাজিমকে মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply