মোঃ জহুরুল ইসলাম সৈকত,বগুড়া জেলা প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শিবগঞ্জ উপজেলা ও পৌর কমিটির আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ ফেব্রুয়ারী) বিকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির তেঘড়ী (পল্টন) কার্যালয়ে শিবগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব। তিনি বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে শিবগঞ্জ উপজেলা বিএনপি একটি মডেল উপজেলা হিসেবে গঠন করতে অগ্রহনী ভূমিকা রাখবে বলে মনে করি। জাতীয়তাবাদী তাঁতীদল রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের হাতেগড়া সংগঠন। তাই দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল করিম,শিবগঞ্জ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাসুম যোবায়ের,শিবগঞ্জ থানা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডুু, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ সাবু ,উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা তাঁতীদলের সভাপতি আবু বক্কর ছিদ্দিক,শিবগঞ্জ পৌর তাঁতীদলের সভাপতি সোহেল রানা,রায়নগর ইউনিয়ন তাঁতীদলের সভাপতি বাদশা সাখিদার,উপজেলা মহিলাদলের সভাপতি মিনারা বেগম, সাংগঠনিক ইয়াসমিন প্রমুখ। এছাড়াও বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবকদল,ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply