আবির হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
গতকাল থেকে অনেকেই আমাকে দারাজের নামে “বিনামূল্যে উপহার জেতার সুযোগ” এমন একটি লিংক শেয়ার করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলি, এটা একটা ভুয়া লিংক। DARAZ এর বানানটাও ওরা DAREZ লিখেছে। কপিটাও ঠিক মতো করতে পারেনি। এক জায়গায় তুমি আবার আপনি লিখেছে। এরপর আপনি গিফট হাতেই পাননি অথচ কৌশলে বলাচ্ছে যে আপনি গিফট পেয়েছেন। কৌশলে আপনাকে মিথ্যা শিখাচ্ছে, লোভ দেখাচ্ছে এরপর আপনার কন্ট্রাক্ট নম্বরসহ সিক্রেটস হাতিয়ে নিচ্ছে হয়তো, আপনি টের পাবেন না। আর পুরস্কার জেতার আশায় আপনি ওই লিংকে গিয়ে নিজের বিপদ তো পড়লেনই, আবার কাছের বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও বিপদে ফেলছেন। তাই, এ ধরনের কোনো লিংক আসলে না নিজে ক্লিক করবেন আর না কাউকে শেয়ার করবেন।
আমি দারাজের ওয়েবসাইট, ফেসবুক পেজ এমনকি অ্যাপেও এ সম্পর্কিত তথ্য নেই। আর ফাও ফাও কেউ কিছু দিবে এটা বিশ্বাস করলে নিজে বোকা হবেন সঙ্গে নিজের ব্যক্তিগত গোপনীয়তা ও নানা তথ্য ফোন-ডিভাইস থেকে গায়েব হয়ে যাবে। তাই সাবধান হোন অপরকে সতর্ক করুন। নিরাপদ হোক তথ্য প্রযুক্তির ব্যবহার।
আর হ্যাঁ, কখনোই লোভে পড়বেন না। ছোটবেলায় নিশ্চয়ই পড়েছেন যে, লোভে পাপ পাপে মৃত্যু।
Leave a Reply