মনিরুল ইসলাম,দিঘলিয়া (খুলনা)প্রতিনিধি।
গতকাল ইংরেজি ২৪শে মে মঙ্গলবার সকাল ১০টায়,দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে "দি হাঙ্গার" প্রজেক্টের উদ্যোগে , কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্প বাস্তবায়ন ও অবহিত করন সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহাবুবুল আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,শেখ মারুফুল ইসলাম, চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ। শেখ রিয়াজ হোসেনের সঞ্চালনায়,আরো বক্তব্য রাখেন মাহফুজুর রহমান,দিঘলিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার।মোছাঃ সাহিদা আক্তার, উপজেলা তথ্য ও সেবা কর্মকর্তা। মোঃ আলী রেজা বাচা ,ভাইচ চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ।মমতাজ শিরীন ময়না,মহিলা ভাইস চেয়ারম্যান দিঘলিয়া উপজেলা পরিষদ। আলহাজ্ব গাজী জাকির হোসেন, চেয়ারম্যান বারাকপুর ইউনিয়ন পরিষদ।অন্বেষা মজুমদার ,জেলা সমন্বয়কারী।দিঘলিয়া উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক গন, ইউপি সদস্য গন,জনপ্রতিনিধি, গনমাধ্যম কর্মী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন। বক্তারা কোভিড-১৯ প্রতিরোধ করতে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান।কোবিড-১৯ প্রতিরোধ বাস্তবায়নে হাঙ্গার প্রকল্প প্রতিটি এলাকায় জন-সচেতনতা মূলক প্রচার প্রচারণা, মাইকিং, উঠান বৈঠক সহ-হাত ধোয়া,ম্যাক্স পরিধান করে চলার আহ্বান জানান।