মনিরুল ইসলাম,দিঘলিয়া(খুলনা) প্রতিনিধি :
গতকাল খুলনা দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে শ্বারদীয় দূর্গা পূজাকে সামনে রেখে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব শুশান্ত কুমার সরকার। তিনি বলেন দূর্গা পূজাকে সু-সৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য বাংলাদেশ পুলিশের যত প্রকার সহযোগিতা আছে সমস্ত সহযোগিতা পুলিশের পক্ষ থেকে করা হবে।দূর্গা পূজাকে কেন্দ্র করে অতীতে সে সকল ঘটনা দেশে ঘটেছে এবার তার কোন কিছুই হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন এবং খুলনা জেলার প্রতিটি পূজা মন্দিরে সুন্দর ভাবে যাতে হিন্দু সম্প্রদায় পূজা উতজাপন করতে পারে তার জন্য পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।তিনি আরও বলেন গাজীরহাট ইউনিয়নের প্রতিটি পূজা মন্দিরে সিসি ক্যামেরার আওতায় আনা হবে বলে তিনি জানান। এছাড়াও উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মোহাম্মাদ শওকত কবির, ওসি ডিবি, খুলনা জেলা,দিঘলিয়া থানা ইনচার্জ(ভারপ্রাপ্ত) রিপন কুমার সরকার, গাজীরহাট ইউনিয়নে চেয়ারম্যান মফিজুল ইসলাম ঠান্ডূ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্লা আব্দুস সালাম,উপজেলা ভাইস চেয়ারম্যান আলী রেজা বাছা,উপজেলা পূজা কমিটির সভাপতি সৌমিত্র দত্ত, সাধারন সম্পাদক প্রদীপ বিশ্বাস, গাজীরহাট পুলিশ ক্যাম্পের আই সি সুব্রত বিশ্বাস সহ গাজীরহাট ইউনিয়নের প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সাধারন সম্পাদক সহ আরও অনেকে।