বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-
(৪ ই ডিসেম্বর) শনিবার দুপুর ২ টায় দিনাজপুরের হিলি স্থল বন্দর করেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম । এসময় হিলি স্থলবন্দরের জিরোপয়েন্ট, পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং আমদানী-রপ্তানী ব্যবসা সংক্রান্ত খোঁজ-খবর নেন। এরপর তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, স্থানীয় প্রশাসন, পুলিশ, বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট, ব্যবসায়ী সাথে মতবিনিময় সভা করেন।
সভায় ব্যবসায়ীরা আমদানী-রপ্তানী ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখিন সহ বন্দর সংশ্লিষ্ট সমস্যাগুলো তার কাছে তুলে ধরেন। এসময় এনবিআরের চেয়ারম্যান এসব সমাধানে দ্রুত পদক্ষেপ নিবেন বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। পরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাস্টমস র্ংপুর বিভাগীয় কমিশনার শওকত আলী সাদি, রংপুর কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন, কর কমিশনার ইকবাল হোসেন, রাজস্ব বোর্ডের সদস্য আব্দুল হান্নান শিকদার, হিলি স্থলবন্দরের কাস্টমস ডেপুটি কমিশনার কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর-এ আলম, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ সহ অনেকে।