দিনাজপুরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচন সম্পন্ন
মোঃ মোস্তফা কামাল আপন ব্যুরো প্রধান রংপুর ডিভিশন
ঐতিহ্যবাহী দিনাজপুর পৌরসভায় সকাল ৮ থেকে শুরু করে বিরতিহীনভাবে বিকেল৪টা পর্যন্ত ভোটগ্রহণ সম্পন্ন হয়।
দিনাজপুর পৌরসভার ৪৯ টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
মোট পৌরসভার ভোটারের সংখ্যা ১ লাখ ৩০ হাজার ৮০৩ জন
এরমধ্যে নারী ভোটার ৬৭ হাজার ৭৭৭ জন ও পুরুষভোটার ৬৩০২৬ জন সরজমিনে গিয়ে দেখা যায় সুন্দর সুষ্ঠু আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এসময় ভোটাররা বলেন বর্তমান আওয়ামী লীগ সরকার এর আমলে আমরা এত সুন্দর ভাবে ভোট দিতে পেরে আনন্দিত।
প্রথম সকালে শীতের তীব্রতা হওয়ায় ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে
এদিকে বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিজিবি আনসার বাহিনীর তৎপরতা ছিল লক্ষণীয়।
দিনাজপুর পৌরসভায় মেয়র পদে পাঁচজন, কাউন্সিলর পদে ৬৪ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন । বিজয়ের শেষ হাসি কে হাসে তা এখন সময়ের অপেক্ষা ।