মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
শনিবার (৭ আগষ্ট) দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের হরিহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে “প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার টিকা হবে সবার” এই শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরেও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২১ এর উদ্বোধন করা হয়েছে।
এসময় টিকা কার্যক্রম পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া হোসেন, সাধারণ সম্পাদক এ.এস.এম. জাকারিয়া, ৬নং আউলিয়াপুর ইউনিয়নের ১,২,৩ ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্যা ও কোতোয়ালি যুবমহিলালীগে সভাপতি মোছঃ সাবিনা ইয়াসমিন সহ আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।
এ সময় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির নির্দেশনা ও সহযোগিতায় ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের করোনাভাইরাসের টিকা নিতে আসা জনসাধারণের মাঝে দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ মিজানুর রহমান মিজান এর নেতৃত্বে মাক্স লিফলেট বিতরণ করেন ইউনিয়ন যুবলীগ এর নেতাকর্মীরা।
উক্ত টিকাদান ক্যাম্পেইনের কর্মসূচীতে টিকা কেন্দ্রে যাতায়াতের জন্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগীতায় ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ইউনিয়নের মানুষদের ফ্রি সার্ভিস দেয়া হয়। এ সময় উক্ত যাতায়াতের সার্ভিসটি পরিদর্শন করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা রাইসুল ইসলাম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সালাম সরকার, সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, সাংগঠনিক সম্পাদক মিজবাহুর রহমান মীম প্রমুখ।
Leave a Reply