মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
দিনাজপুর জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ অক্টোবর) দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় দিনাজপুর জেলা ট্রাফিক অফিসের কনফারেন্স রুমে জাতীয় নিরাপদ সড়ক দিবস- ২০২১ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় দিনাজপুর জেলার টি আই (প্রশাসন) জনাব এ.টি.এম. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রেজওয়ানুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর হেডকোয়ার্টার)।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জেলা ট্রাফিক ইউনিটের সকল টিআই, সার্জেন্ট,টিএস আই, এটিএসআই , কনস্টেবল গণ।
এ সময় জনাব এ.টি.এম. তৌহিদুল ইসলাম, টিআই (প্রশাসন) দিবসটির মূল প্রতিপাদ্য বিষয়ের উপর আলোকপাত করেন। এবার দিবসটির মূল প্রতিপাদ্য ছিল- গতিসীমা মেনে চলি, দুর্ঘটনা রোধ করি।
উক্ত আলোচনা সভা শেষে র্যালি নিয়ে পুলিশ সুপার মহোদয়ের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়। শহীদ মিনারের সামনে সমবেত জনতার সামনে আবারও দিবস টির মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে বক্তব্য রাখেন সভাপতি ও বিশেষ অতিথি মহোদয়।
উল্লেখ্য যে এ সময় দিনাজপুর জেলা নিরাপদ সড়ক চাই আন্দোলনের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ র্যালিতে অংশগ্রহণ করেন এবং তার মূল্যবান বক্তব্য রাখেন।