দিনাজপুরে “বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন:
মোঃ মোস্তফা কামাল আপন ব্যুরোপ্রধান রংপুর ডিভিশনঃ বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি চেতনা, যে চেতনা ও বিশ্বাসের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র,একটি লাল -সবুজ পতাকা, আমাদের প্রিয় স্বদেশ-বাংলাদেশ।
আর এ চেতনাকে হৃদয়ে ধারণ ও লালন করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
তারই ধারাবাহিকতায় ” মুজিব বর্ষ -২০২১” উপলক্ষে জেলা পুলিশ, দিনাজপুরের উদ্যোগে দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী ইনস্টিটিউট মাঠে আজ “বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট” এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে জমজমাট এই টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন ঘোষণা করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার)। যিনি ইতিমধ্যেই তার কর্মদক্ষতা, সৃজনশীলতা ও বহুমুখী প্রতিভার মাধ্যমে দিনাজপুর জেলার আপামর জনসাধারণের হৃদয় জয় করেছেন।
এই ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ রফিকুল ইসলাম, সভাপতি দিনাজপুর ইনস্টিটিউট এবং
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিসেস খাদিজা ফেরদৌস, সভানেত্রী, পুনাক,দিনাজপুর,
জনাব মোঃ শাহজাহান, পিপিএম-সেবা, কমান্ড্যান্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর,
জনাব সুজা উর রব চৌধুরী, সভাপতি, দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি,
জনাব স্বরুপ কুমার বকশী, সভাপতি, দিনাজপুর প্রেস ক্লাব।
এ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক মহোদয়, জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) তার বক্তব্যে বলেন যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালী জাতির বিনির্মাতা। তাঁর আদর্শকে তিনি হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি তারুণ্য ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ সুন্দর জাতি বিনির্মাণে অবদান রাখার জন্য আহ্বান জানান। এক্ষেত্রে বরাবরের মত তার পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মকবুল হোসেন, পুলিশ সুপার, পিবিআই, দিনাজপুর।
উক্ত ব্যাডমিন্টন টুর্ণামেন্টে ৪ টি ক্যাটাগরিতে সর্বমোট ১০০ টি দল অংশগ্রহণ করছে। খেলার প্রথম দিনে চার ক্যাটাগরির চারটি খেলা অনুষ্ঠিত হয়। যার মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে আনজির ও জিনহাম, সৃজনী ক্লাব,পুলিশ প্রশাসন (শাপলা), রানীগঞ্জ ক্লাব জয়লাভ করেন।
এ উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ জেলার অন্যান্য উর্ধতন কর্মকর্তাগণ, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীগণ, খেলোয়াড়বৃন্দ, বিভিন্ন সারির দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply