দিনাজপুর জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে আলোচনা সভায় বক্তারা
মাদক সেবী অথবা মাদক কারবারীর পক্ষে
কোনো আইনজীবীগণ দাঁড়াবেন না
মোঃ মোস্তফা কামাল আপন ব্যুরোপ্রধান রংপুর ডিভিশনঃ জামিন হলেই টাকা পাবো- আইনজীবীদের এ অবস্থান থেকে সরে আসতে হবে। মাদক সেবী অথবা মাদক কারবারীর পক্ষে কোনো আইনজীবীগণ দাঁড়াবেন না। কেননা, মাদকের ভয়াবহতা সম্পর্কে নতুন করে বলবার বা বুঝাবার কিছু নেই। মাদক গ্রহণ করে একজন মাদক সেবী মানুষ থেকে পশুতে রূপান্তরিক হয়। তার মধ্যে মনুষত্বের কোন জ্ঞান বিবেক কিছুই থাকে না। এমতাবস্থায় এমন কোন কাজ নাই বা এমন কোন অন্যায় নেই যা তার দ্বারা করা সম্ভব নয়। তাই আমাদের সকলের উচিৎ অন্ততঃ কোর্ট অঙ্গণকে মাদক মুক্ত করার ব্যাপারে সকলকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার- দিনাজপুরের মোট মামলার শতকরা ৭৫ ভাগ মামলাই মাদকের মামলা। এখানে চুরি- ডাকাতি- ছিনতাই কম হলেও মাদক সব কিছুকে ছাপিয়ে চলে গেছে। এ ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব দুষ্টের দমন শীষ্টের পালন। আমাদের সবাইকে মিলে রাষ্ট্রের এ দায়িত্ব পালনে সহযোগিতা করতে হবে।
সম্প্রতি দিনাজপুর আইনজীবী সমিতি প্রাঙ্গণে আমরা কজন আইনজীবী সঞ্চয় সমিতি কর্তৃক আয়োজিত ‘মাদক মুক্ত সমাজ গঠনঃ বিচারক ও আইনজীবীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জাকিয়া তাবাস্সুম জুঁই। মুখ্য আলোচক ও বিশেষ অতিথি ছিলেন, দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আব্দুল আজিজ ভূঞা। দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক এ্যাড. মোঃ মাজহারুল ইসলাম সরকারের সভাপতিত্বে এবং আমরা কজন আইনজীবী সঞ্চয় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেটের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ আনোয়ারুল হক, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ আয়েজ উদ্দীন, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল লতিফ মিয়া, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুল হালিম, দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. হামিদুল ইসলাম, জিপি এ্যাড. নুরুল ইসলাম (৩), পিপি এ্যাড. রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি (নাঃশিঃ) এ্যাড. তৈয়বা বেগম, স্পেশাল পিপি এ্যাড. শামসুর রহমান পারভেজ প্রমুখ। আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ছাড়াও মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যাড. জাকিয়া তাবাস্সুম জুঁই, আমরা কজন আইনজীবী সঞ্চয় সমিতির ব্যবস্থাপনা পরিচালক ও দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাজী মোঃ সাইফুল ইসলাম এ্যাডভোকেট, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) মোঃ আনোয়ারুল হক নিজ কণ্ঠে সংগীত পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। আইনজীবী অঙ্গণে এমন প্রাণবন্ত অনুষ্ঠান আগে কখনো হয়নি বলে আইনজীবীগণ জানান।