দিনাজপুর পৌরসভায় হ্যাটট্রিক করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুরঃ
দিনাজপুর পৌরসভার নির্বাচনে টানা তৃতীয় বারের মতো জয় পেয়েছেন বিএনপি থেকে সৈয়দ জাহাঙ্গীর আলম।
শনিবার (১৬ই জানুয়ারী) সন্ধ্যা সাতটায় এই ফলাফল ঘোষণা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর রহমান প্রামাণিক।
তিনি জানান, ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ভোট পেয়েছেন ৪৪ হাজার ৯৩৪ টি।
নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের রাশেদ পারভেজ পেয়েছেন ২৪ হাজার ২৬২ ভোট।
ভোটের প্রচার চলাকালে আলোড়ন তোলা জাতীয় পার্টির আহমেদ শফি রুবেলের লাঙ্গলে ভোট পড়েছে নগণ্য সংখ্যক। তিনি তিন হাজার ৪৫৪ ভোটারের সমর্থন পেয়েছেন।
ধর্মভিত্তিক দল ইসলামী আন্দোলনের হাবিবুর রহমান রানা হাতপাখা মার্কা নিয়ে ৫৭৩ ভোট এবং কাস্তে নিয়ে সিপিবির মেহেরুল ইসলাম পান ৪৭২ ভোট।
এই পৌরসভায় ভোট হয়েছে ব্যালট পেপারে। বিতর্ক এড়াতে আগের দিনের বিকালের বদলে ব্যালট পাঠানো হয়েছে ভোর ছয়টার পর।
সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত কোনো ধরনের গোলযোগ ছাড়াই ভোট হয়। পরিবেশ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি।
২০১০ সালের পৌর নির্বাচনে জাহাঙ্গীর প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। ২০১৫ সালেও তিনি জয় ধরে রাখেন।
১০ বছর ধরে তিনি এলাকার জন্য যে কাজ করেছেন, স্পষ্টত তাতে মানুষ সন্তোষ প্রকাশ করল এবার।
দিনাজপুর পৌরসভায় মোট ভোটার এক লাখ ৩০ হাজার ৮০৩ জন। এদের মধ্যে এবার ভোট পড়েছে ৫৬ দশমিক ৩৪ শতাংশ।
Leave a Reply