1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
দিনাজপুর বিরামপুরে মাদকদ্রব্য সহ নারী ও পুরুষ আটক - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন
ad

দিনাজপুর বিরামপুরে মাদকদ্রব্য সহ নারী ও পুরুষ আটক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৮২ Time View

দিনাজপুর বিরামপুরে মাদকদ্রব্য সহ নারী ও পুরুষ আটক

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজপুর বিরামপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ নারী পুরুষ আটক করেছে বিরামপুর থানা পুলিশ। বিরামপুর থানা সূত্রে জানা যায় যে,গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪শে জুন থানাধীন ৬নং জোতবানী ইউপিস্থ একইর (তালপুকুর) গ্রামে পলাতক আসামী মোঃ রেজোয়ান ওরফে ওরফে রিজু (৪০),পিতা-মৃত ওয়ারেস সরকার, এর বসতবাড়িতে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করিতেছে। এমন সংবাদে সন্ধ্যা অনুমান ১৯.০০ ঘটিকায় গাঁজা (৫০০ গ্রাম),পাওয়া যায়। একই তারিখে মাদকদ্রব্য সেবন ও বিক্রয়ের সংবাদে
সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্স সহ ১৯.৩০ ঘটিকার সময় বর্নিত ঘটনাস্থলে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পাইয়া উল্লেখিত মাদক ব্যবসায়ীগন পালানোর চেষ্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্স ও নারী কং/৯৩১ মোছাঃ রিক্তা আক্তার এর সহায়তায় উপরোক্ত আসামী মোঃ সাকিরুল ইসলাম (৩৮),মোছাঃ রাবেয়া বেগম (৩০)দ্বয়কে বর্নিত স্থানে আটক করেন এবং ৩নং আসামী মোঃ রেজোয়ান ওরফে রিজু (৪০) কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী মোঃ সাকিরুল ইসলাম (৩৮) এর দেহ তল্লাশী করিয়া তাহার ডান হাতে সাদা পলিথিনে মোড়ানো ১০০ (একশত) গ্রাম গাঁজা,এবং পলাতক ৩নং আসামীর ফেলিয়া যাওয়া সাদা পলিথিন লাল কসটেপ দ্বারা মোড়ানো ৪০০ (চারশত) গ্রাম গাঁজা,সর্ব মোট (১০০+৪০০) =৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা,যাহার মূল্য-৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধার পুর্বক ১৯.৩০ ঘটিকার সময় জব্দ তালিকা মুলে জব্দ করেন। উদ্ধার কৃত-৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা,মূল্য-৫,০০০/-(পাঁচ হাজার) টাকা। গ্রেফতার কৃত একইর গ্রামের নুর ইসলামের ছেলে মোঃ সাকিরুল ইসলাম (৩৮),রেজোয়ান ওরফে রিজু ও তার স্ত্রী
মোছাঃ রাবেয়া বেগম (৩০),কে আটক করেন। বাদীর অভিযোগ প্রাপ্ত হইয়া বিরামপুর থানার মামলা হয়েছে মামলা নং-২৯,৩৬(১) এর ১৯(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,রুজু করতঃ তদন্তভার এসআই (নিঃ) শাহিন শেখ এর উপর অর্পন করা হয়। পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানা যায়। এরই ধারাবাহিকতায় একই তারিখে বিরামপুর থানা ইউনিটের দল ২৩.৫০ ঘটিকায় সময় বিরামপুর পৌরসভাধীন ৬নং ওয়ার্ডের ঘাটপাড় ব্রীজের পূর্ব পাশে চার রাস্তার মোড়ে জনৈক মোঃ আজিজ এর বন্ধ পানের দোকানের সামনে থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয় যার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দ্বায়ের করা হয়েছে। উক্ত মামলার বাদী এসআই(নিঃ)হরিদাস বর্মন মোবাইল ফোনে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে জানতে পারেন যে,দুইজন মহিলা ভারতীয় আমাদানী নিষিদ্ধ ফেন্সিডিল লইয়া কাটলা বাজার হইতে বিরামপুর শহরের দিকে আসিতেছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই করা সহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সঙ্গীয় অফিসার ফোর্স বিরামপুর পৌরসভাধীন ০৫নং ওর্য়াডস্থ ঘাটপাড় ব্রীজের র্পূব র্পাশ্বে চার রাস্তার মোড়ে একই তারিখ ২২.৪৫ ঘটিকার সময় উপস্থিত হইয়া পাকা রাস্তার পার্শ্বে ওৎ পেতে থাকা অবস্থায় ২৪শে জুন রাত ২৩.১৫ ঘটিকার সময় সোর্সের দেওয়া তথ্য মতে শিশু সন্তানসহ ০২(দুই) জন মহিলা বিরামপুর পৌরসভাধীন ০৫নং ওয়ার্ডের ঘাটপাড় ব্রীজের পূর্ব পার্শ্বে চার রাস্তার মোড়ে জনৈক মোঃ আজিজ এর বন্ধ পানের দোকানের সামনে দ্বাড়ায়। বাদী সঙ্গীয় অফিসার,ফোর্সের সহযোগীতায় উক্ত মহিলাদ্বয়কে বর্ণিত স্থানে আটক করেন। পার্শ্ববর্তী দোকানদার সাক্ষীদের উপস্থিতিতে নারী কং/১২৩১ ওয়াহিদা নাসরিন এর দ্বারা শালীনতার বজায় রেখে আসামী মোছাঃ আসমা বেগম এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত কামিজের ভিতরে একটি সলিকিরে(জর্জেট)এর লাল-নীল রঙ্গীন কাপড়ের ওড়না দ্বারা প্যাঁচানো অবস্থায় বিশেষ কায়দায় রক্ষিত ০৮ (আট) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল,মোছাঃ মিশু আক্তার এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত কামিজের ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত ০৭ (সাত) বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল,সর্ব মোট (০৮+০৭)=১৫ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ ফেন্সিডিল,মোট মুল্য যার অনুমান-(৮,০০০+৭,০০০) =১৫,০০০(পনরেো হাজার) টাকা উদ্ধার করেন। ২৩.৫০ ঘটিকার সময় উদ্ধার কৃত আলামত ফেন্সিডিল জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। মোছাঃ আসমা বেগম (৪০),স্বামী/স্ত্রী-মোঃ সাইফুল ইসলাম ২.(CQLD3) মোছাঃ মিশু আক্তার (২৫),স্বামী/স্ত্রী-মোঃ আব্দুল কাদের জিলানী শিপ্লু মাষ্টার উভয় উপজেলার পূর্ব জগন্না্থপুর (উত্তর) (কেডিসি) থেকে মাদকদ্রব্য সহ আটক করেন। বাদীর এর অভিযোগ প্রাপ্ত হইয়া বিরামপুর থানার মামলা হয়েছে বলে জানা যায়। যার মামলা নং-৩১,ধারাঃ ২৫-B(২)/২৫-D ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন রুজু করতঃ তদন্তভার সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোস্তাফিজার রহমান এর উপর অর্পন করা হয়। এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে ২৫শে জুন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।।

এস এম মাসুদ রানা বিরামপুর দিনাজপুর মোবাইল নম্ব

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি