বায়জিদ হোসেন, মোংলাঃ
সমাজ সেবা মূলক কর্মকান্ডের জন্য মোংলার গর্ব, পি,ডি,এম ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী দিপংকর মৃধা দিপু’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২০ মার্চ) বেলা ১১ টায় মোংলার চাঁদপাই ইউনিয়নের হযরত মেছেরসাহ্ (রহঃ) মাধ্যামিক বিদ্যালয় চত্বরে এ সংবর্ধনা প্রদান অনুষ্টানে উপস্থিত ছিলেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, চাঁদপাই মেছেরশহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক অসিত গুপ্ত, উত্তম কুমার মন্ডল, হরষিত মন্ডল, ব্রজেন রায়, প্রণতি মন্ডল, প্রীতিলতা মন্ডল, বিভাস সরকার, স্বপ্না রানী , মোহাম্মদ ওমর ফারুক, মনিরা খাতুন, সহকারি শিক্ষক এবং শিক্ষিকা বৃন্দ প্রমূখ। আলোচনা সভার শেষে সমাজ সেবায় বিশেষ অবদানে স্কুল কমিটির পক্ষ থেকে পিডিএম ফাউন্ডেশনের চেয়ারম্যান দিপঙ্কার মৃধা’র হাতে তুলে দেয়া হয় সস্মাননা স্মারক।
উল্লেখ্য, দিনমজুর, রিকশা-ভ্যান চালক অসহায়, হতদরিদ্র ছিন্নমূল মানুষ সহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের শ্রমজীবী মানুষদের সহায়তা করে আসছে
আমেরিকা প্রবাসী, সমাজ সেবক দিপংকর মৃধা (দিপু)।
পি,ডি,এম ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কর্মসংস্থানের পাশাপাশি মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করেছে। বিশেষ করে বিভিন্ন দুর্যোগের সময় অসহায় দরিদ্রদের সাহায্য করেছে পি,ডি,এম ফাউন্ডেশন। ২০২০ সালে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হলে মোংলা সহ পার্শবর্তি উপজেলাতে
খাদ্য সামগ্রী সহ স্বাস্থ্য সামগ্রী প্রদান এবং মোংলার বিভিন্ন অঞ্চলের হত দরিদ্র মানুষের মাঝে নগত অর্থ দেয় পি,ডি,এম ফাউন্ডেশন।
বুদ্ধিমত্তা, সৃজনশীল ও শ্রম সাধনায় দিপঙ্কার মৃধা (দিপু) নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন আলোকিত মানুষ হিসেবে। সমাজের দারিদ্র, অসহায়,য় অসচ্ছল দের কর্মসংস্থান সৃষ্টি অগ্রজাত্রায় তিনি অসামান্য অবদান রাখছেন। প্রিয় প্রজন্মের উচ্চতর মানসম্পন্ন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন, আর্ত মানবতার সেবা প্রদান ও শান্তির জন্য নিরলসভাবে নিবেদিত এই মানুষটি মহতী প্রয়াসের স্বীকৃতিতে স্কল কমিটির পক্ষ থেকে দিপঙ্কার মৃধা’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
Leave a Reply