সামাউন আলী, সিংড়া(নাটোর) সংবাদদাতাঃ
মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বিএনপি জোট সরকারের আমলে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর অত্যাচার নির্যাতন চলেছে। আজ আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সিংড়া উপজেলাকে উন্নত, আধুনিক ও নিরাপদ সিংড়া গড়তে হবে।
স্কুল, কলেজ মাদ্রাসার ভবন করেছে সরকার। ৩০০ কিঃ মিঃ পাকা রাস্তা করে দিয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ, বিনামূল্যে সার, বই দিচ্ছে সরকার। শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব দিচ্ছে। সিংড়াতে হাইটেক পার্ক হচ্ছে। প্রযুক্তিতে আয় বাড়ছে। সিংড়া উপজেলা উন্নয়নের রোল মডেল হবে, ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা উন্নত বাংলাদেশ গড়তে চান, এজন্য আওয়ামী লীগের নেতাদের সৎ, যোগ্য, মেধাবী আদর্শবান, বিনয়ী হতে হবে। কর্মীদের মূল্যয়ন করে এমন নেতাই নির্বাচিত কিংবা জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে।
চাকুরী দেবার জন্য ঘুষ চায়, ভাতার জন্য ঘুষ খায় এরকম নেতা আওয়ামী লীগে দরকার নাই।
ইউপি নির্বাচনে দলের কোনো প্রার্থী সহিংসতা সৃষ্টি করলে তাদের কে রাজনৈতিক ভাবে প্রতিহত করা হবে। নৌকা প্রতিক জননেত্রী শেখ হাসিনা যাকে উপহার দিবে তাঁর পক্ষে নির্বাচন করতে হবে।
প্রতিমন্ত্রী (০৮ নভেম্বর) সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ এর সঞ্চালনয়া সভায় বক্তব্য রাখেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জিল্লুর রহমান, বিশ্বনাথ দাস কাশিনাথ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ ওয়াদুদ মোল্লা, আঃ রাজ্জাক খান,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন , সাংগঠনিক সম্পাদক ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।
সভায় বক্তারা আগামী ইউপি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।