বায়জিদ হোসেন, মোংলা, বাগেরহাটঃ
শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে মোংলা ও খুলনাস্থ পোর্ট এলাকার অসহায়, দুস্থ ও শীতার্ত ১৫০টি পরিবারের মাঝে মোংলা বন্দর কর্তৃপক্ষের উদ্যোগে উন্নত মানের কম্বল বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় বন্দর সদর দপ্তরের সামনে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।
এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আব্দুল ওয়াদুদ তরফদার, সদস্য (অর্থ) সৈয়দ রবিউল আলম, সদস্য,(প্রকল্প ও উন্নয়ন) মোঃ ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মোঃ শাহিনুর আলম, প্রধান নিরাপত্তা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ আব্দুল্লাহ আল মেহেদি, লেফটেন্যান্ট কমান্ডার এম. ওবায়দুর রহমান, উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মোঃ মাকরুজ্জামান মুন্সী, পিএস টু চেয়ারম্যান মোঃ নিয়ামুর রহমান ও বন্দরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
কম্বল বিতরণ শেষে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা বলেন, কোভিড- ১৯ পরিস্থিতিতে মোংলা বন্দর কর্তৃপক্ষ সবসময়ই অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের এই দুর্যোগকালীন মুহূর্তে আমরা যার যার অবস্থান থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাবো। তিনি আরো বলেন, আপনাদের আশেপাশে গরীব প্রতিবেশী যারা আছে শীতে কষ্ট পাচ্ছে, কম্বল কেনার সামর্থ নেই তাদের সাহায্য করুন। আর্তমানবতার সেবায় সবাই এগিয়ে আসুন।