কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ-
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ থানা কম্পাউন্ডে উপজেলার ২৬টি পূজামণ্ডপের নেত্রীবৃন্দদেরকে নিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ এই মতবিনিময় সভার আয়োজন করে।
কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ কেএম নজরুল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অকিল চন্দ্র বিশ্বাস, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গণি।
এর আগে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসরের সভাপতিত্বে প্রশাসন কর্তৃক পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় অতিথিরা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সাবাই নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছেন। কোম্পানীগঞ্জে কখনো কোন পূজায় অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখানকার লোকজন একে অন্যের ধর্মের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল।
আরো উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি নরেশ চন্দ্র দাস, ইমরান আহমদ কারিগরি কলেজের প্রিন্সিপাল রুহুল আমিন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকাশ বিশ্বাস, জীবনপুর পূজা উদযাপন কমিটির সভাপতি সৈলেন চন্দ্র নাথ, সাবেক মেম্বার সুজিত দাস, শংকর মন্ডল প্রমুখ।