জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি
দেবহাটা উপজেলার কৃত সন্তান তরুন লেখক ও কবি তারিক ইসলামের নতুন বই প্রকাশিত হয়েছে
বইটির নাম : চিন্তাধারা বদলান জীবন বদলে যাবে
সাতক্ষীরার দেবহাটা উপজেলার আজিজপুর গ্রামে তারিক ইসলামের জন্ম।এক উচ্ছল তরুণ। প্রচলিত শিক্ষার পথে পা ফেলে চলেছেন।পিতা : মোঃ জামসেদ আলী ও মাতা মমতাজ বেগম। দু-ভাইবোনের মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা।জগৎ জীবনকে অনুসন্ধিৎসু দৃষ্টিতে দেখার আবল্য স্পৃহা তাকে লেখক হওয়ার স্বপ্ন দেখায়। জীবন পরিবেশ, সংগ্রাম ও ব্যার্থতার দিকে সে তাকিয়ে থাকে নিরন্তর।বই, ব্যাক্তি অনুভব আর যাপিত জীবন থেকে সে তিল তিল করে সংগ্রহ করে তার বইয়ের উপাদেয় উপকরণ।সাহিত্যের এই বন্ধুর পথে কবিতা দিয়েই পথচলা শুরু।সময়ের আবর্তে তাতে যুক্ত হয়েছে অনুগল্প, নিবন্ধ ও অন্যান্য জীবন বোধের রচনা।
জীবন একটা আয়না স্বরুপ।আপনি যেভাবে জীবনকে দেখবেন, ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে।যারা সাহসিকতা, ভালোবাসা, উৎসাহ ও জয় করার অদম্য ইচ্ছা নিয়ে সামনে এগিয়ে যায়, জীবন তাদের কাছে অনেক সহজ ও আনন্দময় হয়ে ধরাদেয়।কিন্তু যারা হতাশা, ভয়, মানসিক অবসাদ নিয়ে সামনে অগ্রসর হতে চায়, তাদের জন্য সাফল্য এক মরীচিকা। জীবন হয়ে ওঠে ক্লান্তিকর ও বিষণ্ন।বাস্তবতাকে আপনি যেভাবে দেখবেন, আপনার সামনে তা সেভাবেই ধরা দেবে।
--- গ্রন্থকার।
লেখকের কথা :
লিও টলস্টয় বলেছেন - জীবনে মাত্র তিনটি জিনিসের প্রয়োজন - বই, বই এবং বই।আসলে পড়ার বিকল্প নেই।সারা পৃথিবীই পড়ার বিষয় বস্তু।শিখতে হলে, জানতে হলে পড়তে হবে।সুশিক্ষিত মানুষ সাধারণত সুন্দর চিত্তের হয়ে থাকে।আর সুশিক্ষিত ব্যাক্তি স্বশিক্ষিতও বটে।পৃথিবী হল আমাদের শ্রেণিকক্ষ, প্রত্যেক দিন একটি নতুন অধ্যায় এবং প্রত্যেক ব্যাক্তি যাদের সাথে আমাদের দেখা হয় তারা নতুন শিক্ষক- এমন মনোভাব নিয়ে জীবন যাপন করলে আমাদের শিক্ষা গুলো সমৃদ্ধ জ্ঞানে পরিণত হবে এবং বেঁচে থাকার আনন্দও বেড়ে যাবে।প্রতিনিয়ত মানুষের চিন্তার বিবর্তন ঘটছে।যে মানুষের চিন্তার বিবর্তন ঘটেনা, তিনি মানসিকভাবে বিকলঙ্গ।যে বই পাঠকের চিন্তার বিবর্তন ঘটাতে পারেনা, সে বই সস্তা বিনোদন মাত্র।চিন্তাধারা বদল করে গোটা জীবন বদলানো যায়।পৃথিবীতে সবচেয়ে বিপদ জনক জিনিস হচ্ছে মন্দচিন্তা।নেতিবাচক চিন্তাকে "না" বলা এবং ইতিবাচক ভাবনা কে জীবনের সাথে সংশ্লিষ্ট করে নেবার নিবিড় কৌশল এ বই টিতে বর্ণনা করা হয়েছে।সুচিন্তা থেকে সদিচ্ছা আর সদিচ্ছার ফল হচ্ছে ভালো কাজ।সুচিন্তা জাগ্রত করার দুটি পথ - একটি হল উত্তম বই পড়া, অন্যটি হল সৎসঙ্গ।
--- তারিক ইসলাম।
আজিজপুর, দেবহাটা, সাতক্ষীরা।
উৎসর্গ পত্র :
লেখক বইটি উৎসর্গ করেছেন,স্বর্গীয় শরৎচন্দ্র রায় চৌধুরীকে-
প্রতিষ্ঠাতা টাউনশ্রীপুর শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়,
টাউনশ্রীপুর, দেবহাটা, সাতক্ষীরা।
সূচি পত্র :
১. আপনার জীবনের উদ্দেশ্য কী?
২. জীবনটাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখা শুরু করুন।
৩. ইতিবাচক চিন্তার শক্তি দিয়ে জীবন বদলে দিন।
৪. সফল জীবন কাকে বলে?
৫.সাফল্য লাভের গূঢ় রহস্য।
৬. সফলতা কি ইলিউশন নয়?
৭.সুখ আসলে কি?
৮.অভাব কাকে বলে?
৯. আত্নবিশ্বাস।
১০. থেমে থাকবেন না।
১১. যারা কাজ করে তাদেরই সাফল্য আসে।
১২.প্রতিযোগিতা নয় সহযোগিতা।
১৩.কিছু গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দেবে।
১৪.বিশ্বাসের গল্প
১৫. কিছু দর্শন, যা আপনার জীবনে কাজে লাগবে।
১৬.বিখ্যাত ব্যক্তিদের অনুপ্রেরণাময় জীবন।
প্রথম প্রকাশনা : " দৃষ্টিভঙ্গি : ইতিবাচক চিন্তা - চেতনা" বই মেলা ২০২০।
আগ্রহের বিষয় : দর্শন, বিজ্ঞান, ধর্ম ও সাহিত্য।