জিএম তারেক মনোয়ার সাতক্ষীরা জেলা প্রতিনিধি
কোভিড-১৯ করোনা ভাইরাস এ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন ও শাটডাউন এর কারণে অসহায় গরীব দিনমজুর খেটে খাওয়া মানুষের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ বিতরণ করা হয়।
সোমবার (১২জুলাই ২০২১)সকাল ১০.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলা দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়ন পরিষদ হতে উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের নির্দেশনায় কোভিড-১৯ করোনা ভাইরাস এ দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন, শাটডাউনের কারণে ক্ষতিগ্রস্ত দুস্থ খেটে খাওয়া ২০০ জন পরিবারের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নগদ অর্থ ৫০০/- টাকা হারে ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুব উদ্দীন আহমেদের উপস্থিতে বিতরণ করেন ২নং পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য ফরহাদ হোসেন, সাহেব আলী,সিরাজুল ইসলাম,শহিদুল্লাহ গাজী,মোকরম শেখ,নুরবানু কাদেরী,ইউপি সচিব আব্দুল হাকিম, সাবেক ছাত্র নেতা রাশিদুল ইসলাম, শ্রমলীগ নেতা শহিদুল ইসলাম বাবু, দফাদার নুরুল ইসলামসহ সকল গ্রাম পুলিশ।