জিএম তারেক সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়ের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব সজীব খান মহোদয় ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এসএম জামিল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং দেবহাটা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার সাহা ও তদন্ত পরিদর্শক ফরিদ আহমেদএর নেতৃত্বে দেবহাটা থানা এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, গ্রেফতারী পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনা কালে কুলিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল সংঘের কার্যালয় হতে অদ্য ইং ১৪/০৭/২০২১ তারিখ এসআই(নিঃ)/আশিক রায়হান সঙ্গীয় এএসআই(নিঃ)/ সুজিত বিশ্বাস ও সঙ্গীয় ফোর্সের সহায়তায় কুলিয়া এলাকা হইতে জুয়া মামলার আসামী ১। জিয়ারুল ইসলাম (৩৫) পিং- আমজাদ হোসেন ২। ইখতার আলী (২৮) পিং-আকবার আলী ৩। আবুুুু লাহাব (৩৩) পিং-মৃত নুর আলী মুন্সী ৪। শাহিনুর ইসলাম(৩৪) পিং- আয়ুব আলী ৫। সবুজ সরদার (৩৬) পিং-মৃত রহিম সরদার ৬। মোক্তার আলী(৩২) পিং- আকবার আলী ৭। আব্দুর রশিদ(৫০) পিং-মৃত আব্দার গাজী ৮। কাইয়ুম জামান(৪৫) পিং-মৃত আরসাদ আলী ৯। রফিকুল ইসলাম(৫০) পিং-মৃত আবু মুছা ১০। মোনাজাত হোসেন(৫০) পিং-মৃত ইমান আলী ১১। সাইফুল ইসলাম (৩০) পিং-মৃত হারুন-উর রশিদ ১২। সাইফুল ইসলাম (৩৮) পিং-মৃত গোলাম আলী সর্ব সাং- উত্তর কুলিয়া সর্ব থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরাদের জুয়া সরঞ্জামসহ গ্রেফতার করেন। অদ্য ইং ১৫/০৭/২০২১ তারিখ আসামীদেরকে বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
Leave a Reply