দেশের প্রথিতযশা শিল্পপতি কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান সিআইপি মুছা মিয়ার মৃত্যুতে শোক। হাকিকুল ইসলাম খোকন ,সিনিয়র প্রতিনিধি:দেশের প্রথিতযশা শিল্পপতি কুলিয়ারচর গ্রুপের চেয়ারম্যান সিআইপি মুছা মিয়া গত শনিবার ১৯ জুন ভোর সোয়া ছয়টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বড়পুত্র ইমতিয়াজ বিন মুছা জিসান কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র। রবিবার ,২০ জুন বাদ জোহর কুলিয়ারচর কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে তাঁকে পৈলানপুর এলাকায় পারিবারিক কবরস্তানে দাফন করা হয় ।
দানবীর খ্যাত মুছা মিয়ার মৃত্যুতে রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ গভীর গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।এছাড়াও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগম সাধারন সম্পাদক এডভোকেট শাহ আজিজুল হক,কটিয়াদি উপজেলা আওয়ামী লীগনেতা ও ১৯৮০ দশকের কটিয়াদি কলেজ ছাএ সংসদের সাবেক ভিপি ছিদ্দিকুর রহমান ভুইয়া এবং যুক্ত রাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন প্রমূখ ।