নিজেস্ব প্রতিবেদক।
বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ-সচিব এর দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন! শুভেচ্ছা ও অভিনন্দন,নতুন অর্থ সচিব ফাতিমা ইয়াসমিন।
বৃহস্পতিবার (১৬জুন)জনপ্রশাসন মন্ত্রণালয় এ দুই সচিবকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আদেশ কার্যকর হবে আগামী ১১ জুলাই।
ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থসচিব হচ্ছেন। দেশের প্রথম নারী ইআরডি সচিবও তিনি
তথ্য সূত্রে জানা যায়,ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারের নবম ব্যাচে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। তিনি ১১ ফেব্রুয়ারি ২০২০ সাল থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।এর আগে তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে ৭ আগস্ট ২০১৯ সাল থেকে ১১ ফেব্রুয়ারি ২০২০ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। তিনি ইনস্টিটিউট অফ পাবলিক ফিনান্সের (আইপিএফ) মহাপরিচালক (ডিজি) হিসাবেও কাজ করেছিলেন। তিনি কৃষি মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে, প্রতিরক্ষা, অর্থ বিভাগ এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন দায়িত্বে কর্মরত ছিলেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ে ২০০৪-০৫ সালে মার্কিন পররাষ্ট্র দফতরের হুবার্ট এইচ হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন! তিনি ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক,১৯৯৫ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ) থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বিষয়ে স্নাতকোত্তর করেছেন।
আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সেই সাথে পেশাগত জীবনে উত্তরোত্তর সাফল্য কামনা করছি।